রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
জাতীয় উশু জাজেস ট্রেনিং কোর্সে “বি গ্রেড জাতীয় বিচারক” হলেন সিলেটের আনোয়ার হোসেন

জাতীয় উশু জাজেস ট্রেনিং কোর্সে “বি গ্রেড জাতীয় বিচারক” হলেন সিলেটের আনোয়ার হোসেন

বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত জাতীয় উশু জাজেস ট্রেনিং কোর্স ২০২৫-এ সফলভাবে অংশগ্রহণ করে “বি গ্রেড জাতীয় বিচারক” হিসেবে সার্টিফিকেট ও লাইসেন্স অর্জন করেছেন সিলেটের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, আন্তর্জাতিক উশু কোচ ও চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট-এর প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন।
গত ২৯-৩১মে রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই সার্টিফিকেট ও লাইসেন্স গ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে সিলেট জেলা থেকে মোট ৭ জন জাজ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সহ-সভাপতি লেঃ কর্নেল আবু আইউব হাসান, ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, ফেডারেশনের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এস এম শহীদুল হক ভূইয়া, জাজেস ট্রেনিং কোর্স এর প্রশিক্ষক এবং বিকেএসপির হেড কোচ রেজাউর রহমান রাজু।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তা, টেকনিক্যাল কমিটির এবং প্রশিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ, যাঁদের নিরলস পরিশ্রমে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে উশু খেলাকে আরও উন্নত ও জনপ্রিয় করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, আমি গর্বিত যে জাতীয় পর্যায়ে বিচারকের স্বীকৃতি পেয়ে আমি আরও বড় দায়িত্বের মুখোমুখি হয়েছি। দেশের জন্য, বিশেষ করে সিলেট অঞ্চলের যুব সমাজের জন্য উশুকে আরও এগিয়ে নিতে আমি কাজ করে যাবো। ভবিষ্যতে আমাদের এখান থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় ও বিচারক তৈরি হবে, এই স্বপ্ন নিয়েই আমি পথ চলছি। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo