মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান ২নং খাজাঞ্জি ইউনিয়নের ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের ঘটনায় প্রায় দুই হাজার ব্যক্তি জড়িত : হাইকোর্টে প্রতিবেদন দাখিল নগরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ ক্রেতাদের ওসমানীনগরে প্রতিপক্ষের হামলা : আহত আকবর’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি ২৭ বছর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি ২৭ বছর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি ২৭ বছর। ফলে ছাত্র-ছাত্রীদের দাবি আদায়ের কার্যকর কোনো মাধ্যম নেই, যা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্র-কল্যাণকে ব্যাহত করছে।
ছাত্র সংসদ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সংশ্লিষ্ট দাবি আদায়ের কার্যকর প্লাটফর্ম হিসেবে যেমনি কাজ করে তেমনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। ইতিহাস তাই বলে। অথচ বাংলাদেশে এই প্রক্রিয়া সিকি শতাব্দির বেশি সময় ধরে বন্ধ রয়েছে।
১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। একই বছর অনুষ্ঠিত হয় প্রথম শাকসু নির্বাচন। এতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও অর্থনীতি-এই ৩ বিভাগের ছাত্র-ছাত্রীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। বিজয়ী হন জাতীয়তাবাদী ছাত্রদলের ৭ জন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১ জন ও ইসলামী ছাত্র শিবিরের ১ জন। শাকসুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ নূরুজজামান জামান। দ্বিতীয় নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন হরুনুর রশিদ। তবে এই দুই মেয়াদে সহ সভাপতির পদ ছিলোনা।
তৃতীয় শাকসু নির্বাচনে সহ সভাপতি পদ অন্তর্ভুক্ত হলে এ পদে নির্বাচিত হন আব্দুছ ছালাম আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ছাব্বির চৌধুরী।
শাকসুর চতুর্থ নির্বাচনে সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে দেলওয়ার ইসমাইল টিটু ও কামরুল ইসলাম।
পঞ্চম শাকসু নির্বাচনে নির্বাচিত হন সহ সভাপতি পদে আশরাফুল আজিম রুবন ও সাধারণ সম্পাদক পদে বদরুদ্দোজা শাহীন।
এ যাবৎ সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ শাকসু নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হন কামরুল হাসান কাবেরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন।
এরপর আর শাকসু নির্বাচন না হওয়ায় ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়, কল্যাণ সাধন ও গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীরা মনে করেন।
শাকসুর প্রতিষ্ঠাতা নির্বাচিত  সাধারণ সম্পাদক,  রাজনৈতিক বিশ্লেষক ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মো. নূরুজ্জামান জামান এর সাথে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি জানান সুস্থ গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক চর্চা এবং যোগ্য ও মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত শাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন।
তিনি বলেন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন একদিকে যেমনি ছাত্র-ছাত্রীদের শিক্ষা সংশ্লিষ্ট দাবি আদায়ের কার্যকর প্লাটফর্ম তৈরি করে তেমনি ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব তৈরিতে সহায়ক হয়।
তার মতে, শাকসু ছাত্র-ছাত্রীদের অধিকার ও স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করতে পারছে না। গড়ে উঠছে না যোগ্য ও মেধাবী নেতৃত্ব। সংকট মোকাবিলায় বিশেষ করে শিক্ষা, আবাসন, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিরাজমান সমস্যা সমাধানেও মাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারছে না।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo