বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের সিলেট আগমনকে ঘিরে স্বাগত মিছিল করেছে সিলেট মহানগর কৃষক দল। রবিবার (৬ জুলাই) কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর কৃষক দলের সভাপতি ও মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের নেতৃত্বে স্বাগত মিছিলটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, পুণ্যভূমি সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের আগমন আমাদের জন্য গৌরবের। তাদের উপস্থিতি তৃণমূলের নেতাকর্মীদের নতুন উদ্দীপনা জোগাবে।
সিলেট মহানগর কৃষক দলের প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষকদলের সহ সভাপতি ইকরাম হোসেন মারুফ, বদরুল আলম, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, হাজী আনোয়ার হোসেন, সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, সুলতান আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান মন্তাজ, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান তাহের আলী সুমন, সাজন চৌধুরী, শাহ আলম আলী, সফিকুল ইসলাম রাসেল, মোশাররফ হুসেন, খন্দকার আব্দুল মোমিন, শহিদ আহমদ, আনহার আলী তালুকদার, শফিক আহমদ চৌধুরী, ওসমান গণি কাছন, শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপ্লব সিংহ, পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, প্রকাশনা সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু, সাহিত্য বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, স্বণির্ভর বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম জয়, সহ দপ্তর সম্পাদক নাহিদ তালুকদার, সহ কৃষি বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মিলন, সহ প্রচার সম্পাদক বুলবুল আহমদ, শাহিন আহমদ, সহ সমবায় সম্পাদক আব্দুল মজিদ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক পলাশ আহমদ চৌধুরী, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক আকির হুসেন চৌধুরী, সহ পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজিব, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহসান হাবিব, সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আছাদ মিয়া, মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হুসেন জিহাদ, ২১নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক ময়নুল ইসলাম খান সায়েখ, ৪২নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক কামরান আহমদ, সদস্য সচিব সোয়েব আহমদ, ৩নং ওয়ার্ড কৃষকদলের সদস্য সচিব রিপন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি