সিলেট মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট অনন্য নিদর্শন স্থাপন করছে। এই প্রশিক্ষণের ফলে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে।
তিনি বুধবার (৯ জুলাই) বিকাল ৫ টায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট এর আওতায় সেলাই প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের সনদ বিতরণ ও ৩য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী আহসান হাবীবের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জিএসসি ইউকে সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, নর্থ ইস্ট রিজিওনের ট্রেজারার আলহাজ্ব আতাউর রহমান, সদর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সাংগঠনিক সম্পাদক মো নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শারমিন কবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকশানা আহমেদ পলি, নির্বাহী সদস্য নেছার আহমেদ, কয়ছর আহমেদ কাওসার, ট্রেইনার উম্মে সানজিদা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদল এর ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক রোমান আহমেদ রাজু, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য মো: পাবেল আহমেদ, জাসাস গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, মিল্লাদ আহমেদ বাচ্চু মিয়া।
সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহিদা আক্তার দিনা, রুখশানা আক্তার মিনা, জুলেখা হক ও পপি, ফারজানা রহমান তাসনীম, লাকি আক্তার মুন্নী, তাহমিনা বেগম, জুবেরা আক্তার পপি সহ প্রায় ৬০ জন নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।