বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
লালদিঘীরপারে সেনাবাহিনীর অভিযান : প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

লালদিঘীরপারে সেনাবাহিনীর অভিযান : প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশেষ প্রতিনিধি
সিলেট নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট স্টেডিয়াম ক্যাম্পের অধিনায়ক মেজর মোবিন অর রহমানের নেতৃত্বে একটি দল নগরীর বন্দরবাজারের লালদিঘীরপার হকার্স মার্কেট এলাকায় পৌঁছায়। তারা দুটি বিশেষ গুদাম চিহ্নিত করেন এবং সেগুলোর মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেন। তবে গুদাম মালিকরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা গুদামের তালা ভেঙে প্রবেশ করেন এবং অবৈভাবে ভারত থেকে আমদানীকৃত বিপুল পরিমাণ পণ্যের মজুদ দেখতে পান। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চুড়িদার, থ্রি-পিস।

মেজর মোবিন উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, জব্দকৃত পণ্যের মূল্য নির্ধারণ করে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে বিজিবির হাতে তুলে দেয়া হবে। এক ঘন্টার অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা হতে পারে বলে ধারনা দিয়েছেন সেনাসদস্যরা।

অভিযানে থাকা সৈনিক আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্য যাচাই বাছাই করেই আমরা নিশ্চিত হয়ে এ অভিযান চালাই। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধ আমদানিকারকরা পালিয়েছেন।

তিনি আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাসুদ রানা ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মূল্য নির্ধারণ কাজ শেষে যথাযত প্রক্রিয়া অনুসরণ করে এসব পণ্য বিজিবির হাতে তুলে দেয়া হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও গভীর রাতে পার্শ্ববর্তী কালিঘাটেও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত পণ্য জব্দ করেছিল সেনাবাহিনী।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo