নিজস্ব প্রতিবেদক
৫ আস্টের পর গোয়াইনঘাট লুটেপুটে খাচ্ছে সিলেট জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক স্ট্যালিন থারিয়াং ও সিলেট জেলা যুবদলের সহ সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার। তাদের এই লুটপাট ও চাঁদাবাজিতে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতি স্থানীয় জনগন আস্থা হারাচ্ছে। যার ফলস্বরূপ সোমবার রাতে লেঙ্গুড়ায় তাদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে উপজেলার সচেতন মহল।
বিক্ষোভে সচেতন মহল দাবি করেছেন স্ট্যালিন থারিয়াং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদ এর নাম ভাঙিগে এবং গোলাম কিবরিয়া সাত্তার সিলেট জেলা যুবদলের নাম ভাঙিগে উপজেলা জুড়ে অবাদে লুটপাট করে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও যুবদলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।
বিক্ষোভকারিরা উপজেলা জুড়ে অবাদে লুটপাট ও চাঁদাবাজি বন্ধের দাবি করেছেন।