শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন সিলেট জেলা ও মহানগর বিএনপি’র মৌন মিছিল সম্পন্ন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে সিলেটের সাংবাদিক নেতারা সিলেটে আলোচিত যুবলীগ নেতা খুকু মেম্বার গ্রেফতার ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান আজ সোমবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট অনন্য নিদর্শন স্থাপন করছে:বদরুজ্জামান সেলিম মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমনে নগরীতে কৃষকদলের স্বাগত মিছিল
সিলেটে আলোচিত যুবলীগ নেতা খুকু মেম্বার গ্রেফতার

সিলেটে আলোচিত যুবলীগ নেতা খুকু মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেটে আলোচিত যুবলীগ নেতা খুকু মেম্বার গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা ও বিক্রি করতে বাধ্য করাসহ নানা অভিযোগে আলোচিত সিলেট সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন খুকু। তিনি সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও চাতলীবন্দ গ্রামের মৃত আবুল কালামের ছেলে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জালালাবাদ থানার সোনাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী।

খুকু ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। ৪ আগস্ট নগরীর কোর্ট পয়েন্টেও সস্ত্র অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এলাকায় মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, ৫ আগস্টের পর ফ্যাস্টিস্ট আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বাররা পালিয়ে গেলেও নূরুল আমিন খুকু বিএনপি-জামায়াতের একটি ভূমিখেকু চক্রের সেল্টারে টুকেরাবাজার ইউনিয়নের চাতল-মৌলাটিকর এলাকায় প্রকাশ্যে ভূমি দখল, চাদাবাজি করে আসছিল।

সম্প্রতি চাতলীবন্দ এলাকায় দিরাই-শাল্লার অধিবাসী হিন্দু ধর্মালম্বী ১৭ জন মালিকের শতাধিক শতক ভূমি দখল করে তাদের বিক্রি করতে বাধ্য করার চেষ্টা করে সে। এ নিয়ে কয়েক দফা সালিস করে নানাভাবে ভূমি বিক্রির চাপ প্রয়োগ করেন ভূমি মালিকদের।

বিষয়টি প্রশাসনের নজরে এলে খুকু মেম্বারকে গ্রেফতারের উদ্যোগী হয় পুলিশ। এরপরই আটক করা হয় খুকুকে। খুকুর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর-৫০ (৩০/১২/২০২৪), ০১ (১২/০৯/২০২৪), ২৫ (১২/০৯/২০২৪) ও জালালাবাদ থানার মামলা নং ০৬, (২৪/০৮/২০২৪)সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় আরো মামলা রয়েছে।

অভিযোগ রয়েছে মেম্বার হওয়ার কারনে এলাকায় কোন ভূমি বিক্রি হলেই তাকে ৫ অথবা ১০ ভাগ চাঁদা দেয়া লাগতো। এলাকায় তার রয়েছে কিশোর গ্যাং। যারা চুরি ছিনতাইসহ নানা অপরাধ সংঘটতি করে। তাকে সহায়তা করেন বিএনপি-জামায়াতের একটি প্রভাবশালী চক্র ও এলাকার কিছু সালিশি ব্যক্তিবর্গ।

সর্বশেষ লন্ডনে অবস্থানরত বিএনপির এক নেতার ভূমি দখলেরও চেষ্টা করেন নূরুল আমিন খুকু। এছাড়া এলাকায় মাদক বিস্তারেরও অভিযোগ রয়েছে এই খুকুর বিরুদ্ধে।

অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম চাতলীবন্দ হওয়ায় কুমারগাও তেমুখি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পতিত সরকারের নির্যাতন নিপিড়নমূলক সকল কর্মকান্ডে জড়িত ছিল নূরুল আমিন খুকু। অভিযোগ রয়েছে শাবি এলাকায় রুদ্রসেনকে ধাওয়া দেয়া ছাত্রলীগের মিছিলেরও সামনে ছিলো নূরুল আমিন খুকু। ধাওয়া খেয়ে লেকে পড়ে গিয়ে রুদ্র সেনের মৃত্যু হয়।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, নূরুল আমিন খুকু আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে তার তদন্ত চলছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo