নিউজ মিরর ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশর গুলিতে নিহত শহীদ সাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট ব্যুরো ও জালালাবাদের ফটো সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন সিলেটের সাংবাদিক নেতারা।
শুক্রবার বাদ জুমআ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ এটিএম তুরাবের জন্মস্থান বিয়ানীবাজারে গিয়ে তার কবর জিয়ারত করেন। সেখানে দোয়া মাহফিলে অংশ নেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ। পরে, তুরাবের মায়ের সঙ্গে দেখা করেন তারা।
এই সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এমএ হান্নান, বর্তমান সহ সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. ফয়সল আলম, মো. মারুফ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাবেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সহ-সাধারণ সম্পাদক রানা মজুুমদার বাপ্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যকরি কমিটির সদস্য মো. আজমল আলী, সাবেক সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহসভাপতি মো: দুলাল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, বিপিজেএ সদস্য আনিস মাহমুদ ও আব্দুল খালিক, ইমজা সদস্য দিপক বৈদ্য দিপু, মোজাম্মেল হক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড় ভাই আবু আজরফ জাবুর প্রমুখ।।
প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই শুক্রবার জুলাই আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাম। আজ তার মৃত্যুর একবছর পূর্ণ হয়েছে। প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জুলাই কবর জিয়ারত-দোয়া, ১৯ জুলাই শহীদ মিনার প্রাঙ্গনে সাংবাদিক সমাবেশ ও ২০জুলাই স্মারকলিপি প্রদান।