শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন সিলেট জেলা ও মহানগর বিএনপি’র মৌন মিছিল সম্পন্ন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে সিলেটের সাংবাদিক নেতারা সিলেটে আলোচিত যুবলীগ নেতা খুকু মেম্বার গ্রেফতার ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান আজ সোমবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট অনন্য নিদর্শন স্থাপন করছে:বদরুজ্জামান সেলিম মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমনে নগরীতে কৃষকদলের স্বাগত মিছিল
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন

নিউজ মিরর ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী গেজেটভুক্ত আন্দোলনকারীদের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদা দাবিতে সিলেটে এক মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) জুলাই যোদ্ধা সংসদ, সিলেট জেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচি বিকাল সাড়ে ৩টায় নগরীর বন্দরবাজার সিটি কর্পোরেশন গেইটের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে আছরের নামাজ আদায় করে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিম এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ সাহেল আহমদ। সঞ্চালনার দায়িত্বও পালন করেন আহ্বায়ক আব্দুর রহিম।

এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জনতার আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের পুনর্বাসন এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। তাঁরা বলেন, এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, এটি দেশের ভবিষ্যৎ ও ন্যায়ের পক্ষে একটি ঐতিহাসিক পদক্ষেপ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শহীদ সুমনের পিতা আব্দুর নুর বেলাল, গেজেট বঞ্চিত ও অঙ্গ হারানো আন্দোলনকারী বাহার ও মামুন, জুলাই যোদ্ধা কামাল তাপাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়কবৃন্দ সেজান মাহমুদ ও ইমন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওসমান সুলতান, যুগ্ম সদস্য সচিববৃন্দ মামুন আহমেদ ও রুমন আহমেদ, মুখ্য সংগঠক আব্দুল হান্নান গাজী, মুখপাত্র তানভীর হোসেন, কার্যকরী সদস্যবৃন্দ নজরুল ইসলাম, ইসলাম উদ্দিন, আব্দুল মানিক, মাহমুদুল হাসান, জসিম ও জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্সর আহ্বায়ক তানভির লাদেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামধারী একটি গোষ্ঠী কর্তৃক বিভ্রান্তিকর ও স্বার্থান্বেষী কমিটি গঠন করে প্রকৃত আন্দোলনকারীদের থেকে ফায়দা লুটার অপচেষ্টা চলছে, যেখানে নেতৃত্ব দিচ্ছে এমন ব্যক্তিরা যারা নিজেরাও গেজেটভুক্ত নয়। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন আব্দুর রহিম। তিনি বলেন, ‘আমরা এই সভ্য প্রতিবাদ ও মানববন্ধনের মাধ্যমে রাষ্ট্রের কাছে স্মরণ করিয়ে দিচ্ছি— জনগণের রক্তের বিনিময়ে যে আন্দোলন, তার ইতিহাস বিকৃতি সহ্য করা হবে না। জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাস্তবায়ন আজ সময়ের দাবি।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo