নিউজ মিরর ডেস্ক
ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক পালন করেছে সিলেট নগরীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার সকালে শোক দিবসের কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিশেষ মোনাজাত করে শুরু করে তাদের কার্যক্রম।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভবাক, পাইলট ও সাধারণ মানুষের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় মোনাজাতে। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্যের জন্য সৃষ্টিকর্তার কাছে করা হয় প্রার্থনা।
সকালে প্রতিষ্ঠানের মাঠে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে শোক পালন করেন বিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অবিভাবকরা।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল মুনিম, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মোছাম্মৎ সালমা বেগম, কলেজ শাখার ইনচার্জ সাহেদ আহমদ রুহেল, সিনিয়র শিক্ষক নুরুন নাহার চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, আব্দুল মজিদ, সেলিনা পারভীন, বিধান রায় প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আফিজুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মকসুদ আলী তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পুরো জাতি শোকাহত। আমরাও শোকাহত। নিহতের বিদেহী আত্মার মাগফেরাজ কামনা করি। আহতদের মহান আল্লাহ তায়ালা যেনো দ্রুত শিফা দান করেন। একজন শিক্ষিকা কোমল মতি শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে একজন শিক্ষিকা তার জীবন উৎসর্গ করেছেন। এটা প্রমাণ করে শিক্ষক সমাজ সব সময়ই ত্যাগ করেন।