গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সিনিয়র আইনজীবী, নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে বলেন, তীব্র গরম এর মাঝে বিদ্যুতের বিভাগের কোন ঘোষনা ছাড়াই অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এর কারণে জন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন সহ নগরীর নগরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহে চরম বিঘ্ন ঘটছে। এ যেন মরার উপর খাড়ার গা। এদিকে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় প্রভাব পড়ছে এরই সাথে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের সাধারণ জনগণ এই অসহনীয় ঘন ঘন লোডশেডিং এর কারণে দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। রাত্রে তারা ঘুমাতে পারছেন না। অসুস্থ, বয়স্ক লোক ও শিশুরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে গ্রাহকরা ক্ষুব্দ। অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জ্বালানি বিভাগে অনেকটা উন্নতি লাভ করেছেন সত্য, তবে জ্বালানী বিভাগের বড় বড় দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের সনাক্ত করে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনো শক্তিশালী পদক্ষেপ নেওয়ার উদ্যোগ দৃশ্যমান্যে হচ্ছে না কেন দেশবাসী তা জানতে চায়। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এর কারণে অন্তর্বর্তীকালীন সরকারের যাতে বদনাম না হয় সেদিকে খেয়াল রাখা দরকার।
পাশাপাশি কৃচ্ছতা সাধন, অপচয় ও দুর্নীতি রুখতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভোগান্তি দূর করে গ্যাসের প্রিপেইড মিটারের মত বিদ্যুতের মিটার স্থাপনের কাজ জোরদার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দুই একদিনের মধ্যে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দেওয়া হবে ইনশাল্লাহ। অন্যদিকে সম্মানিত বিদ্যুৎ ও গ্যাসের গ্রাহকদের বিশেষ অনুরোধ করে বলেন, লাইট ফ্যান গ্যাস ব্যবহারের সময়ে অযথা অপচয় অবহেলা ব্যাপারে সর্বদা চৌ কান্নায় থাকার আকুল আহ্বান জানান। বিজ্ঞপ্তি