শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ছাত্রদল নেতা ইশতিয়াক রাজুর জামিন নামোঞ্জুর

ছাত্রদল নেতা ইশতিয়াক রাজুর জামিন নামোঞ্জুর

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর আম্বরখানাস্থ হোটেল টি ল্যান্ডের নিচে সুমন আহমদ (৩০) নামক এক যুবকের উপর হামলার ঘটনায় মহানগর ছাত্রদল নেতা ইশতিয়াক আহমদ রাজু’র জামিন নামোঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সোমবার সকালে ইশতিয়াক আহমদ রাজু আদালতে আত্মসমর্পন করেন। রাজু নগরীর খাসদবীর এলাকার মৃত ছনন মিয়ার ছেলে।

গত ২ জুলাই বুধবার রাত ২টার দিকে আম্বরখানাস্থ হোটেল টি ল্যান্ডের নিচে সুমন আহমদ (৩০) এর উপর এই হামলা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ভাইরালও হয়। এঘটনায় আহত সুমনের বাবা নগরীর মজুমদারি এলাকার মো. অলি মিয়া এসএমপির কোতোয়ালী থানায় রাজুসহ ৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতো আরো ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৯ (০৮/০৭/২৪ইং)।

এই মামলায় সোমবার (২৮ জুলাই) দুপুরে মহানগর ছাত্রদল নেতা ইশতিয়াক আহমদ রাজু তার নিযুক্ত কৌশলীদের মাধ্যমে আদালতে আত্মসমর্পন করে জামিনের জন্য আবেদন করলে আদালত তার জামিন নামোঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo