বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা আমির হোসেনকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা আমির হোসেনকে সংবর্ধনা

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন-এর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা।

অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী দল ব্রংক্স পূর্ব-পশ্চিম, নিউইয়র্ক। সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ও ব্রংক্স ব্যুরো পূর্ব বিএনপির আহ্বায়ক মোঃ লিয়াকত আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রংক্স ব্যুরো পশ্চিম বিএনপির সদস্য সচিব দোলাল রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।

গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাজী আমিনুল ইসলাম স্বপন (সিনিয়র সহ-সভাপতি), আনোয়ার জাহিদ (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মোহাম্মদ শাহীন চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), এবং আনোয়ার আলম ভূঁইয়া (আহ্বায়ক, ব্রংক্স ব্যুরো বিএনপি পশ্চিম)।

সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, নিউইয়র্ক বিএনপির নেতা আব্দুর রহিম, হেলাল আহমেদ, শাহ কামাল (উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি), মাসুদ পারভেজ মুক্তা, আক্তার খান রাজু, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা শাহবাজ আহমেদ, আশিক মিয়া, এবং সিদ্দিকুর রহমান উল্লাস প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে আমির হোসেন-এর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা, এবং নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনকে সুসংগঠিত করেছেন। বক্তারা দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সুবিধাবাদীদের দল থেকে দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

সমাপনী বক্তব্যে সংবর্ধিত অতিথি মোঃ আমির হোসেন বলেন, “আমার মতো একজন সাধারণ কর্মীকে এভাবে সংবর্ধনা দেওয়া আমাকে অভিভূত করেছে। আমি নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ।” তিনি ভবিষ্যতে দেশে ফিরে এসে দলীয় প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের দলীয় আন্দোলন ও সংগঠনের কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo