শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু
সিলেটে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও জড়িতদেরকে গ্রেফতারে আল্টিমেটাম

সিলেটে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও জড়িতদেরকে গ্রেফতারে আল্টিমেটাম

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির একটি দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও চুরির ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদেরকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের স্বর্ণ ব্যবসায়ীরা। ওই সময়ের মধ্যে স্বর্ণ উদ্ধার ও আসামিদেরকে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলার শাখার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাজুসের স্টেন্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায় ও সিলেট জেলা সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগর।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৯ জানুয়ারি আল হামরা শপিং সিটিস্থ বাজুস সিলেট জেলার শাখার সদস্য মো. জাভেদ চৌধুরীর মালিকানাধীন নুরানী জুয়োলার্সে চুরি হয়। দিনের বেলা চোরের প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ২৫০ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। কিন্তু এখনো চুরির ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার ও স্বর্ণ উদ্ধার বিষয়ে কোনো দৃশ্যমান তৎপরতা লক্ষ্য করা যায়নি। পুলিশের পক্ষ থেকে শুধু বলা হয়-কাজ অনেক দূর এগিয়েছে। চোরদেরকে শনাক্ত করা হয়েছে। দ্রুত গ্রেফতার করা হবে।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ ঘটনার আগেও সিলেটে এরকম ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যায়নি। শুধু জুয়েলারি ব্যবসায়ীদের ক্ষেত্রে এমনটা হচ্ছে কেন? স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে চুরি, ডাকাতির কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। তাই ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে। চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও চুরির ঘটনায় জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বাজুস নেতৃবৃন্দ বলেন, ৭২ ঘন্টার মধ্যে স্বর্ণ উদ্ধার ও আসামিদেরকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলার শাখার সহ সভাপতি আব্দুল কাদির মল্লিক, সহ সম্পাদক ইয়াছিন আহমদ ও লক্ষণ ঘোষ, কোষাধ্যক্ষ রতন দে প্রমুখ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo