নিউজ মিরর ডেস্ক
জুলাই আন্দোলনের বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের জন্য দৈনিক শ্যামল সিলেট-এর মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুল ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। ‘চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাব এই পুরস্কার প্রদান করে।
সোমবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আলী হায়দার সিদ্দিকী মিদুলের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
পুরস্কারের জন্য গঠিত বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন সিলেটের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু এবং চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি।
পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে আলী হায়দার মিদুল বলেন, আলহামদুলিল্লাহ। শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সংবাদ সংগ্রহের সময় সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে মাঠপর্যায়ে রিপোর্টিংয়ের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছি।
তিনি আরও বলেন, এই সম্মাননায় আমাকে মনোনীত করায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমি উৎসর্গ করছি মাঠপর্যায়ে কাজ করা সকল সত্যনিষ্ঠ সাংবাদিকদের, যারা নিরন্তর সংগ্রামে থেকেও দায়িত্বশীলতা থেকে একচুলও সরে যান না। সবশেষে তিনি সাংবাদিকতার এই কঠিন পথে সত্য, ন্যায় ও মানুষের পক্ষে অবিচল থাকার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, ‘চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’ চলাকালে দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার মিদুল সাহসিকতা ও দক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করেন। সে সময় তিনি দেড় শতাধিক ভিজ্যুয়াল প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে তার সাহসিকতা, কর্মদক্ষতা ও পেশাদারিত্ব ফুটে ওঠে।
জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের নামে এই পুরস্কার চালু করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। গত বছরের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ তাকে গুলি করে হত্যা করে। তার স্মৃতিকে সম্মান জানাতেই এই পুরস্কার প্রদান করা হয়।