সিলেটে জুলাই গণঅভ্যুথান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধা সেলিম আহমদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার ঘটনা নিষ্পত্তি হয়েছে। বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকারের আহ্ববানে দুই পক্ষের উপস্থিততিতে বিষয়টি মিমাংসা হয়।
এ সময় ভুক্তভোগী আহত জুলাই যোদ্ধা সেলিম আহমদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এনসিপি নেতা আবু জাফর মো. জাবুর।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট মহানগরের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আফসর খান জানান, জেলা প্রশাসনের আহ্ববান সেখানে যান তারা। পরে দুঃখ প্রকাশ করলে বিষয়টি নিষ্পত্তি হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ জানান, এনসিপি নেতা জাবুরের ক্ষমা প্রার্থনা এবং জেলা প্রশাসনের অনুষ্ঠানে এমন বিব্রতকর ঘটনার জন্য তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করায় বিষয়টির মিমাংসা হয়েছে।