নিউজ মিরর ডেস্ক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান-এর জন্মদিন উপলক্ষ্যে ছাতক পৌর ছাত্রদলের উদ্যোগে মেহনতী দিনমজুর শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বাদ এশা ছাতক পৌর শহরে আয়োজিত খাবার বিতরণ কর্মসূচিতে, উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড ছাতক পৌর বিএনপি’র সদস্য জহির উদ্দিন দিনান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদ হোসেন, পৌর যুবদল আহবায়ক খলিলুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাইব, যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ সাগর, যুগ্ম আহ্বায়ক মুসাহিদ হোসেন, ছাতক ডিগ্রী কলেজের সিনিয়র সহ-সভাপতি আরাফাত মঞ্জু, সাবেক সদস্য সচিব অলিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক অলি আহমদ, ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি মিজানুর রহমান চৌধুরী, পৌর যুবদল নেতা আলামিন, জুবায়েদ আলম, এমাদ আলি, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সারোয়ার ইসলাম সৌরভ, ৬নং ওয়ার্ড বিএনপি’র সদস্য রাজিব, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার সভাপতি হাবিবুল বাশার ফারহান, ছাত্রদল নেতা আবু সালেহ, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক হাসান, আব্দুল বাসিত নোমান, সায়েম আহমেদ প্রমুখ।