বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বিএনপির ৩১ দফা জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা : অ্যাড. মোমিন জরুরী সংবাদ সম্মেলনে যা বললেন বিএনপি নেতা কয়েস লোদী ও ইমদাদ ফারুক আহমদ তাঁর কর্মে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন সাদাপাথর কান্ড : ফেঁসে গেলেন সেই ভাইরাল মোকাররিম সিলেটের পাথর লুটেরাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে প্রশাসন সাদাপাথর কান্ড : চুরির সঙ্গে জড়িত সিলেটের রাজনৈতিক ৪২ নেতা ধেয়ে আসছে অতিভারি বৃষ্টিবলয় ‘স্পিড’ সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন
ফারুক আহমদ তাঁর কর্মে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন

ফারুক আহমদ তাঁর কর্মে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মরহুম ফারুক আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক (মেম্বার) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ।

আলোচনা সভায় বক্তারা মরহুম ফারুক আহমদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন জৈন্তার মাটি ও মানুষের একনিষ্ঠ নিবেদিতপ্রাণ নেতা। বৃহত্তর জৈন্তা অঞ্চলে একজন সুপরিচিত সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব হিসেবে তাঁর খ্যাতি ছিল। এলাকার যেকোনো সংকটে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন এবং একজন খাঁটি জৈন্তাপুরী হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি ছিল। তিনি তাঁর কর্মে মানুষের মধ্যে আজীবন বেঁচে থাকবেন।

বক্তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে জৈন্তাপুরে যে রাজনৈতিক ও সামাজিক শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মতিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাশিম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জেলা উলামা দলের সদস্য সচিব এম এম কামাল উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিন, সহ-সভাপতি ইলিয়াছ আলী সাজু (মেম্বার), জৈন্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব রফিক আহমেদ এবং সিলেট গ্যাসফিল্ড লিমিটেড শ্রমিক দলের সভাপতি বশির আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জামাল আহমদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বিরসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দারুল উলুম হেমু মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা সাইফুর রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo