নিউজ মিরর ডেস্ক
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম সিলেট পৌঁছেছেন। বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি নতুন ডিসি হিসেবে দায়িত্বগ্রহণের কথা রয়েছে। সারওয়ার আলম এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) ছিলেন। তিনি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।
বিমানবন্দরে নতুন ডিসিকে স্বাগত জানান জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সাদা পাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পান সারওয়ার আলম।
সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটে জেলা প্রশাসক পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। বুধবার দুপুরে মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেট থেকে বিদায় নিয়েছেন।
দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সাদাপাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ পাওয়া গেছে বলে গত রোববার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে মন্তব্য করেছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহনেরও ঘোষণা দিয়েছিলেন তিনি।
পরদিন সোমবার সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে ওএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও র্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকেই সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসাবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন।