সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডে খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, সংঘের সাবেক সভাপতি সুহেল মুরাদ এর পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগষ্ট) খোজারখলা সরকারি প্রথমিক বিদ্যালয়ে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে এলাকার প্রায় ৫ শতাধিক রোগীদের ফ্রি সেবা প্রদান ও বিভিন্ন পরীক্ষা এবং ঔষধ বিতরণ করা হয়।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ মাজহার উদ্দীন সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে এলাকার মুরব্বীয়ান, খোজারখলা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, সমাজসেবী, রাজনীতিবীদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অনকলোজি বিভাগের আইএমও ডা. এজাজ উদ্দিন সানি, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, কিডনী রোগ ফিজিশিয়ান ও ডায়াবেটলজিষ্ট ডা. তোফায়েল আহমদ, ডা. তনিমা হাসান, ডা. সৌমিত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার, সেটা নিশ্চিত করতে প্রবাসীরা সদুর প্রবাসে থেকে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। বন্যা, করোনা সহ দেশের যে কোন দূর্যোগে প্রবাসীরা সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসী, সংঘের সাবেক সভাপতি সুহেল মুরাদ এর পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প নিঃসন্দেহে প্রশংসনীয়। বক্তারা এলাকার উন্নয়ন, সমাজসেবা, মানব সেবামূলক কাজ সহ সকল ক্ষেত্রে এলাকার প্রবাসীরা সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে প্রতি মাসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি