সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান ২নং খাজাঞ্জি ইউনিয়নের ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের ঘটনায় প্রায় দুই হাজার ব্যক্তি জড়িত : হাইকোর্টে প্রতিবেদন দাখিল নগরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ ক্রেতাদের ওসমানীনগরে প্রতিপক্ষের হামলা : আহত আকবর’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
নগরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ ক্রেতাদের

নগরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ ক্রেতাদের

নিউজ মিরর ডেস্ক
সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের পশ্চিম কাজলশাহ বাগবাড়ী ফেনু মিয়ার মার্কেটে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বাগবাড়ী বাজারে ইনায়া ট্রেডার্সের হামিদ ও ডিলার কামরুল বর্তমান প্যাকেজের ৪টি পন্য বিতরণে অনিয়ম করছেন।

গত বুধবার (২৭ অগাস্ট) টিসিবির পণ্যের প্যাকেজে চাল, সয়াবিন তেল ও ডাল রয়েছে ছিলো। যার মধ্যে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। এই প্যাকেজটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারদের কাছ থেকে কার্ড দেখিয়ে কেনা যায় এবং মূল্য প্রায় ৫৪০ টাকা।

টিসিবির বুধবার প্যাকেজে যা ছিলো :
চাল প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি।
সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার।
মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি।
চিনি প্রতি কেজি ৭০ টাকা দামে ১ কেজি।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ক্রেতাদের অভিযোগ, বাজারের একটি দোকান ব্যতিত বাকি দুই ডিলারের কাছে কোনো চাল পাওয়া যায়নি। সরকার কর্তৃক প্রতিটি ডিলারকে নতুন পন্য ও মূল্য তালিকা প্রকাশ করে ব্যানার দেওয়া হলে তা কেউ প্রকাশ করছেন না। পুরাতন ব্যানার ঝুলিয়ে রেখে পন্য বিতরণ করা হয়।

ক্রেতা মুন্না জানান, আমরা সময় মত টিসিবি পন্য পাইনা। টিসিবি পন্য কখন আসে, কখন বিতরণ হয় তাও আমরা জানতে পারি না। সময়মতো পন্য না পাওয়ার অভিযোগ এখানে আসা অনেক ক্রেতাদের অনেকের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, আমরা ডিলার হামিদ ও ডিলার কামরুল সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা প্রতিবার টিসিবির পন্য বিতরণে অনিয়ম করেন। আজকের প্যাকেজে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল থাকলে ও মাত্র দুটি পন্য দিয়ে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন।

কোনো মন্তব্য দিতে রাজি নন ডিলার কামরুল। গণমাধ্যম কর্মীদের তিনি দেখে দোকানে তালা মেরে চলে যান।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo