সিলেটে বসবাসরত মৌলভীবাজারবাসীর সংগঠন মৌলভীবাজার সমিতি, সিলেট এর ব্যবস্থাপনায় মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার সমিতি, শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্ম্মার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক শাবি প্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা জামিল আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, এম এ গণি, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মো. জসীম উদ্দিন, প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, প্রফেসর ডা. হেলাল উদ্দিন, শিক্ষা ট্রাস্টের সদস্য প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, মো. মুহিবুর রহমান, সমিতির সহ সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমিতির সহ সাধারণ সম্পাদক মফিক মোহাম্মদ, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রব জগলু, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সাইফুর খন্দকার রানা, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব দুরুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, নির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ হাবীব আল নূর, চৌধুরী এনায়েত মৌলা রাজু, মো. আব্দুল ওয়াহিদ, মো. রইছ উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মুফলিহাহ মাসনুন মম, অনিন্দ দাস অংকন, আনিসা ইসলাম, ফাহমিদা সিদ্দিকী, মারিয়া হক প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এ কে এম আশরাফ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা হচ্ছে জাতির মূল সম্পদ। আজ যারা কৃতিত্ব অর্জন করেছে, তাদের দ্বারাই আগামীতে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ তৈরি হয়। মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্ট শিক্ষার্থীদের উৎসাহিত করতে যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। গ্রামীণ এলাকায় এখনও অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অসুবিধার কারণে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে না। এই বৃত্তি তাদের জন্য আশার আলো হয়ে আসবে। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে শিক্ষাবৃত্তির কার্যক্রম চালাতে হবে। বিজ্ঞপ্তি