বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান ২নং খাজাঞ্জি ইউনিয়নের ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের ঘটনায় প্রায় দুই হাজার ব্যক্তি জড়িত : হাইকোর্টে প্রতিবেদন দাখিল নগরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ ক্রেতাদের
ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা

ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ‘বিশ্বনাথ উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।
এর পূর্বে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয়ে জড়ো হন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. মাহবুব আলী জহির, সহ সভাপতি আব্দুল মতিন মেম্বার, তাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির সহ সভাপতি ফারুক মিয়া, ফয়জুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, শামীম আহমদ মেম্বার, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, কদর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নানু মিয়া, আয়না মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মুমিন মামুন মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দু মালাকার, আবু সুফিয়ান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েস মিয়া, সহ প্রচার সম্পাদক কয়েস শিকদার, সহ অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান রিপন, ১নং লামাকাজি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিক মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুল হক, বিএনপি নেতা ইসমাইল খান, আনিসুজ্জামান খান, ফারুক মিয়া, মছব্বির আলী, আলী বাহার, শিবাহ উদ্দিন, জামাল উদ্দিন, আছকির আলী, জিল্লুর রহমান, আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, লুৎফুর রহমান, চেরাগ আলী, জাকরিয়া শিকদার, ইমাম উদ্দিন ইমাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক উয়াতির রহমান আতিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, সদস্য সচিব শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর কৃষকদলের আহ্বায়ক নুর আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খয়ের, সদস্য সচিব আহমদ দুলাল, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মংলা মিয়া, মাসুক আহমদ, কুতুব উদ্দিন, পৌর শ্রমিকদলের আহ্বায়ক শানুর আলী, সদস্য সচিব আব্দুস শহীদ, উপজেলা মহিলা দল নেত্রী নাজমা বেগম, বিলকিছ বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন আহমদ পবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকির হোসেন ইমন, উপজেলা জাসাস নেতা নিজাম উদ্দিন মেম্বার, সাব্বির আহমদ প্রমুখ।
সভায় বক্তব্য বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও তৃণমূল পর্যায়ের মানুষকে উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ প্রতিষ্ঠা করে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ সেই বিএনপিই মানুষের সকল আশা-ভরসার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বিএনপি মানেই উন্নয়ন, বিএনপি মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া। আর বর্তমানে এক শ্রেণীর মানুষ বিএনপিকে নিয়ে নানান প্রকারের মিথ্যা গুজব ছড়াচ্ছে, আপনারা কেউ এসব গুজবে কান দেবেন না। বক্তারা আরোও বলেন, সিলেট-২ আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে এই অঞ্চলে বিএনপির হাল শক্ত করে ধরে রেখেছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান পেতে কাজ করার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে এমপি নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ‘বিজয় র‌্যালী ও পথসভা’য় এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo