নিউজ মিরর ডেস্ক
Emergency Crisis Response Unit (ECRU), একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন যারা সারা দেশ জুড়ে জাতীয় সংকট ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সেবামূলক কার্যক্রমের জন্য পরিচিত, আনুষ্ঠানিকভাবে তাদের সিলেট বিভাগীয় কমিটি এবং জেলা কমিটি ঘোষণা করেছে।
এ ঘোষণার মাধ্যমে ফারিয়া জাহান রিফাত’কে সিলেট বিভাগের প্রধান এবং মিনহাজ সালেহিন’কে সিলেট জেলার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। তাঁদের নেতৃত্বে নবগঠিত কমিটিগুলো সিলেট অঞ্চলে ECRU-এর কার্যক্রমকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সম্পাদক তানভির হায়দার চয়ন, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক সবরাজুল ইসলাম শাহীন এবং যুগ্ম অর্থ সম্পাদক ওয়াফি মাওলা চৌধুরী।
সংগঠনের প্রতিনিধিরা জানান, নতুন গঠিত কমিটিগুলো বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে বিস্তৃত করবে এবং সংগঠনের মূল আদর্শ “Together in Crisis, United in Care” বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।