নিউজ মিরর ডেস্ক
নির্মমভাবে শহীদ হওয়া শান্তিগঞ্জের জনপ্রিয় মুখ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজী নগরীর অসমাপ্ত ঘরের কাজ সমাপ্তির ঘোষণা দিলেন ‘জগন্নাথপুর-শান্তিগঞ্জের আগামী দিনের কান্ডারী, পরিচ্ছন্ন রাজনীতির অহংকার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক গাজীনগরী রাহ.-এর ঘরের নির্মাণ কাজ বন্ধ ছিল, আর্থিক অবস্থা সহায়ক না থাকায় কাজের অগ্রগতি হয়নি। ঘরের কাজ অসম্পন্ন থাকাবস্থায় তিনি নির্মমভাবে শহীদ হন।
বর্তমানে তাঁর পরিবার জীর্নশীর্ণ একটি ঘরে খুব কষ্টের সাথে জীবনযাপিত করছেন। পরিবারের একমাত্র কর্তা না থাকায় এই ঘরে বসবাস করা আরো কঠিন হয়ে পড়ছে। তাই অতিদ্রুত ঘরের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
হৃদয়ের গভীর থেকে দুআ ও ভালোবাসা ইউকে জমিয়ত নেতা হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদের প্রতি। আল্লাহ তায়ালা যেন আপনাকে উত্তম বদলা দান করেন। মাওলানা মুশতাক গাজীনগরী রাহ. এর প্রতি সৈয়দ তামিম আহমেদ’র এ আন্তরিকতা ও ভালোবাসা যেন আল্লাহ তায়ালা কবুল করেন।