গত ৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেইজ ‘বিদেশে পাঠানোর নামে প্রতারণা, টাকা ফেরত চাইতেই সন্ত্রাসী হামলা’ শিরোনামে প্রকাশিত ভুল তথ্যের প্রতিবাদ করেছেন জেরন গ্রুপের প্রতিনিধি তানভীর আহমদ।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এরকম কোনো অভিযোগ নেই আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
ফেসবুকের সেই পেইজ বলা হয়েছে, তালতলায় অবস্থিত জেরন গ্রুপ বিদেশে পাঠানোর কথা বলে জনৈক এক ব্যাক্তির আত্মীয়ের কাছ থেকে ২৬ লাখ এবং ভাগ্নের কাছ থেকে ৪৫ লাখ টাকা গ্রহণ করে। তবে চুক্তির মেয়াদ শেষ হলেও প্রতিষ্ঠানটি কাউকে বিদেশে পাঠায়নি কিংবা টাকা ফেরতও দেয়নি।
জেরন গ্রুপের প্রতিনিধি তানভীর আহমদ ভুল তথ্যের ব্যাখা দিয়ে বলেন, আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে সিলেটে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। একটি পক্ষ ঈর্ষান্বিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ফেসবুকে যে অভিযোগ তোলে ধরা হয়েছে তাতে নেই কোনো অভিযোগকারী পক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যাংকের চেক এর কপি এবং চুক্তিপত্রের এর কপি প্রচার হয়েছে সেই আব্দুর রকিব এবং মো. রাজু মিয়া’রও কোনো অভিযোগ নেই আমাদের বিরুদ্ধে। আমারা তাদের ফাইল নেয়ার পর শর্ত মোতাবেক কাজ করেছি। শর্ত মোতাবেক তাদের টাকাও পরিশোধ করা হচ্ছে। তাদের কোনো অভিযোগ নেই আমার বা আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এছাড়ও আমাদের কারো সাথে কোনো ধরনের বিরোধ নেই।
হিন্দু পরিবারে আমার জন্ম হলেও আমি পরে মুসলিম ধর্ম গ্রহন করি। ফেসবুকে আমার সাথে জাতীয় এক নেতার নাম জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাও মিথ্যা। আমরা গ্রাহকদের স্বার্থে, সিলেটের উন্নয়নেকাজ করি। আমাদের মাধ্যমে সিলেট থেকে অনেকেই আজ প্রবাসে বসবাস করছেন। একশ’র মধ্যে হঠাৎ একজনের বিদেশে যেতে ফাইলে ব্যাঘাত ঘটলে আমরা তার ক্ষতিসহ তার সম্পূর্ন টাকা ফেরত দিয়েছি। এমনও ঘটনা বিরল।
সর্বোপরি ফেসবুকে প্রচার এসব তথ্য ভুল। আমি এই তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি কেউ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।-বিজ্ঞপ্তি।