পবিত্র কোরআনে মানুষের জীবনের দিকনির্দেশনার পাশাপাশি পশু-পাখীর জীবন থেকেও নানা শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মবনু বলেছেন, আল্লাহ তায়ালা কোরআনে গরু, উট, কাক, মৌমাছি, পিপড়া, হাতি, হুদহুদ পাখিসহ অনেক প্রাণীর কাহিনি তুলে ধরেছেন। এগুলো নিছক কাহিনি নয়, বরং মানুষের জীবনের জন্য শিক্ষা ও উপদেশ। তিনি বলেন, সূরা বাকারার মাধ্যমে আমরা শিখি, অযথা তর্ক-বিতর্ক নয়, বরং সত্যকে গ্রহণ করা উচিত। কাকের কাহিনি প্রমাণ করে, মানুষ কখনও কখনও পশুর কাছ থেকেও শিক্ষা নেয়। মৌমাছির জীবন আমাদের দেখায় কিভাবে সুশৃঙ্খল পরিশ্রম ও উপকারী জীবন যাপন করতে হয়। আশহাবে ফিলের ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহর কুদরতের কাছে কোনো শক্তিই টিকতে পারে না। আবার পিপড়া ও হুদহুদ পাখির উদাহরণ থেকে আমরা শিখি শৃঙ্খলা, সতর্কতা, যোগাযোগ ও নেতৃত্বের শিক্ষা। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও ভোগবাদী জীবনে মানুষ প্রকৃতি ও প্রাণিজগতকে অবহেলা করছে। অথচ কোরআনে উল্লেখিত এসব প্রাণীর জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তবে সমাজে শান্তি, ভারসাম্য ও নৈতিকতা প্রতিষ্ঠিত হতে পারে। পশু-পাখীর জীবন নিয়ে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, তা শুধু ধর্মীয় কাহিনি নয়; বরং আধুনিক যুগেও এর গুরুত্ব অপরিসীম।
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্বপ্নপুরী পাঠাগারের পরিচালক মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম হিরণ, সুমন চৌধুরী, মরিয়ম মহল মনী, পাঠাগারের মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ আনোয়ার বখত, লাইব্রেরীয়ান কানিজ ফাতেমা চৌধুরী।
অনুষ্ঠানে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আছিফা রহমান ও আহনাফ আহমেদ রাহীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি