বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার নব-গঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
রবিবার (২১ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসে যুবদলের শক্তিশালী অবস্থান গড়ে তোলার জন্য ফ্রান্স যুবদলের সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ছায়েম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নেতৃবৃন্দ আরোও বলেন, বিদেশে অবস্থানরত নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচি প্রবাসের মাঠে তুলে ধরবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নব-গঠিত ফ্রান্স যুবদল শাখার নেতৃবৃন্দ আগামীর সংগ্রাম ও আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিজ্ঞপ্তি