সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আজমল বক্ত চৌধুরী সাদেক বলেছেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এজন্য দেশে-বিদেশের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে। আমরা মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। দেশের সর্বস্তরের নেতাকর্মীরা ও প্রবাসে বসবাসরত নেতাকর্মীরাও যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। একজন রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থক হিসেবে আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে-বিদেশে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশ এবং দেশের বাহিরে যেভাবে পরাজিত শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের মোকাবিলায় দেশের জনগণ সহ প্রবাসীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। একটি পক্ষ আবারো নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচনকে বানচাল করার জন্য নানা অযুহাতে লিপ্ত রয়েছে। তাই এ সকল ষড়যন্ত্রকে রুখতে হলে আমাদেরকে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে শক্তিতে পরিণত করে সবাইকে তৃণমূল পর্যায়ে কাজ চালিয়ে যেতে হবে, তবেই আমাদের বিজয় সুনিশ্চিত হবে।
তিনি রবিবার (২১ সেপ্টেম্বর) মিশিগানের আলিফ রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ইউসুফ কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সিলেট মহানগর বিএনপির প্রতিষ্টাকালীন সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুজান চৌধুরী, সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সাহিবুর রহমান সুজান, মিশিগান বিএনপি নেতা শাহাদাত হোসেন লিটু, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ওয়াছিমুজ্জান রনি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুল করিম জেহিন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদের আজাদ, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি