রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
ঈদের নতুন নোটে থাকছে শেখ মুজিবের ছবি

ঈদের নতুন নোটে থাকছে শেখ মুজিবের ছবি

নিউজ মিরর ডেস্ক

ঈদ উপলক্ষে নতুন নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯-২৫ মার্চ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিনিময় করা হবে এই নোট। তবে এতে থাকছে না বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের স্বাক্ষর। এতে থাকবে শেখ মুজিবুর রহমানের ছবি। সংশ্লিষ্টরা জানান, নতুন ডিজাইনের নোট পেতে অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। যেখানে থাকবে না শেখ মুজিবের ছবি থাকবে জুলাই বিপ্লবের স্মারক ছবি।

ঈদ আসলেই বাড়ে নতুন টাকার চাহিদা। বিষয়টি মাথায় রেখে প্রতিবছর ঈদে নতুন নোটের জোগান বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ এবং ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, দুই ঈদে দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে থাকে এবং সবারই আগ্রহ থাকে নতুন নোটের প্রতি। এজন্য বেশি পরিমাণ নোট ছাড়া হয় দুই ঈদকে সামনে রেখে এবারও তার ব্যতিক্রম না। কিন্তু এবার আমাদের সার্কুলারে মাধ্যমে ইতোমধ্যে অবগত হয়েছেন এই মুহূর্তে ছাড়া হচ্ছে ৫, ২০ ও ৫০ টাকার নোট। এই তিন প্রকার ভাঙতি নোটের সংকট আছে।

ঈদ উপলক্ষে মোট ২১১ কোটি টাকার নতুন নোট বিনিময় করা হবে। এসব নোট ছাপানোর কাজ প্রক্রিয়াধীন থাকায় ডিজাইনে পরিবর্তন করা সম্ভব হচ্ছে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।

তিনি বলেন, নতুন ডিজাইনের নোট আমরা মার্কেটে ছাড়বো এটি একটি নীতিগত সিদ্ধান্ত আছে। শুধু সিদ্ধান্ত না এটা বাস্তবায়নের ও প্রক্রিয়াধীন আছে কিন্তু এখন যে নোটগুলো ছাড়া হচ্ছে এগুলো যেহেতু প্রায় সমাপ্ত ছিল। তাই এই বিপুল পরিমাণ নোট তার কাগজ অপচয় করার মতো অবস্থায় বাংলাদেশ ব্যাংকের এই মুহূর্তে নেই। আর যদি নতুন ফরমেটে এসব নোট ছাড়তে হয় তখন সেটা কয়েক মাস সময়ের ব্যাপার।

নতুন টাকায় শেখ মুজিবের ছবি থাকবে না জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান গভর্নর স্বাক্ষরে অচিরেই এপ্রিলের শেষভাগে বা মে মাসের প্রথমার্ধে আমরা নতুন নোট ছাড়বো বলে আশা করছি। যেটা এখন চলমান রয়েছে। তবে এপ্রিল-মে তে যেসব নোট আসবে এখন যেমন শেখ মুজিবের ছবি আছে সেখানে ওই ছবি থাকবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo