বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
সিলেটে ৫ টাকার লেবু এখন ২৫ টাকা!

সিলেটে ৫ টাকার লেবু এখন ২৫ টাকা!

নিউজ মিরর ডেস্ক
সিলেটে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লেবুর দাম বেড়ে গেছে। ১০ দিন আগে যে লেবুর দাম ছিল ৫ টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল আছে।

শনিবার রাতে নগরীর বন্দরবাজার, আম্বরখানা, রিকাবিবাজার ও মদিনা মার্কেট এলাকা ঘুরে এমন চড়া দামে লেবু বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা জানান, ইফতারের সময় ধনী-গরিব নির্বিশেষে সবার কাছে লেবুর শরবতের বেশ চাহিদা থাকে। তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। এ কারণে দাম একলাফে কয়েক গুণ বেড়েছে।

বাজার ঘুরে জানা গেছে, দেড় সপ্তাহ আগে মাঝারি আকারের লেবু প্রতি হালির দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা। অন্যদিকে বড় আকারের লেবু প্রতি হালি এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। আগে তা ছিল ৩০ থেকে ৫০ টাকা।

রিকাবিবাজার এলাকার সবজি ব্যবসায়ী মো. হেলাল মিয়া গতকাল রাতে বলেন, বাজারে সব ব্যবসায়ীর লেবু শেষ হয়ে গেছে। সন্ধ্যার পর তিনি ১০০টি লেবু এনেছিলেন। এখন আছে মাত্র এক হালি। পাইকারি বাজারে লেবুর দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে একলাফে কয়েক গুণ বেড়েছে বলে তিনি দাবি করেন।

বন্দরবাজার এলাকার ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মো. আছলম জানান, এখন লেবুর মৌসুম নয়, তাই বাজারে বেশি লেবুর সরবরাহ নেই। চাহিদা সত্ত্বেও ক্রেতারা লেবু পাচ্ছেন না। এ কারণেই লেবুর দাম এখন চড়া।

একাধিক ক্রেতা বলেন, তুলনামূলকভাবে বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় রমজানে দাম এবার সেই অর্থে বাড়েনি। তবে লেবুর দাম চড়া। স্থানীয় প্রশাসন একটু তদারকি করলে লেবুর দামও সহনীয় পর্যায়ে থাকবে।

মদিনা মার্কেট সবজির বাজারে কথা হয় পাঠানটুলা এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেড় সপ্তাহের ব্যবধানে প্রতি হালি লেবুর দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন সঠিকভাবে বাজার তদারকি করলে এভাবে হুট করে ব্যবসায়ীরা দাম বাড়াতে পারতেন না।’

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, রমজান মাসে কেউ যেন অন্যায্যভাবে দাম বাড়াতে না পারেন, সে জন্য জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করবে। লেবুর দাম বাড়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo