বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
প্রবাসযাত্রা উপলক্ষে দুই ছাত্রদল নেতাকে সংবর্ধনা জকিগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এনাম জাফলংয়ে বালু-পাথর লুট : অদৃশ্য কারণে আলোর মুখ দেখেনি কোনো মামলা! সিলেটবাসীর স্বার্থে সেটেলমেন্ট প্রেস স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে বিমানবন্দরে অভ্যর্থনা বিএনপির ৩১ দফা জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা : অ্যাড. মোমিন জরুরী সংবাদ সম্মেলনে যা বললেন বিএনপি নেতা কয়েস লোদী ও ইমদাদ ফারুক আহমদ তাঁর কর্মে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন সাদাপাথর কান্ড : ফেঁসে গেলেন সেই ভাইরাল মোকাররিম সিলেটের পাথর লুটেরাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে প্রশাসন
জামায়াতের প্রত্যেক দায়িত্বশীল হবে অনুকরণীয় মডেল : মাওলানা হাবিব

জামায়াতের প্রত্যেক দায়িত্বশীল হবে অনুকরণীয় মডেল : মাওলানা হাবিব

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতের প্রত্যেক দায়িত্বশীল হবে সকলের জন্য অনুকরণীয় মডেল। পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে ইসলামের প্রচার প্রসারের কাজ ইহসানের সাথে পালন করতে হবে। মজলুম মানবতার মুক্তির কণ্ঠস্বর হিসেবে সমাজের সকল স্তরে দায়িত্বশীলদের বিচরণ অব্যাহত রাখতে হবে। সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে দায়িত্বশীলদের কে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিজেদের মান উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি সাংগঠনিক কাঠামো কে সক্রিয় রাখতে সচেষ্ট থাকতে হবে।

তিনি শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি বদরুল ইসলামের পরিচালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন খান, সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, হাকিম নাজিম উদ্দীন, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। কর্মী শিক্ষা শিবিরে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo