বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
প্রবাসযাত্রা উপলক্ষে দুই ছাত্রদল নেতাকে সংবর্ধনা জকিগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এনাম জাফলংয়ে বালু-পাথর লুট : অদৃশ্য কারণে আলোর মুখ দেখেনি কোনো মামলা! সিলেটবাসীর স্বার্থে সেটেলমেন্ট প্রেস স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে বিমানবন্দরে অভ্যর্থনা বিএনপির ৩১ দফা জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা : অ্যাড. মোমিন জরুরী সংবাদ সম্মেলনে যা বললেন বিএনপি নেতা কয়েস লোদী ও ইমদাদ ফারুক আহমদ তাঁর কর্মে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন সাদাপাথর কান্ড : ফেঁসে গেলেন সেই ভাইরাল মোকাররিম সিলেটের পাথর লুটেরাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে প্রশাসন
ধর্ষকদের বিচারের দাবিতে ফের উত্তাল শাবি

ধর্ষকদের বিচারের দাবিতে ফের উত্তাল শাবি

শাবিপ্রবি প্রতিনিধি
দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নিপীড়নের বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আবার উত্তাল হয়ে উঠেছে।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে নয়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর থেকে মশাল মিছিল শুরু করেন। বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নেন, যা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা “উই ওয়ান্ট জাস্টিস”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই”, “তুমি কে আমি কে, আসিয়া আসিয়া”, “ধর্ষকদের চামড়া তুলে নিব আমরা”, “ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে”, “একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর”, “ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও” প্রভৃতি স্লোগান দেন।

মিছিল-পরবর্তী সমাবেশে তাবাসসুম জান্নাত বলেন, “আমরা মেয়েরা যখন বাইরে যাই, নিজেদের নিরাপদ বোধ করি না। কেন আমাদের অনিরাপত্তায় ভুগতে হবে?”

তিনি আরও বলেন, “ধর্ষণের শিকার হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয়, অথচ কুমিল্লার তনুর মতো পর্দাশীল মেয়েরাও ধর্ষণের শিকার হয়েছে, এবং সেই ঘটনার বিচার আজও হয়নি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, “আমরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের ফাঁসি চাই। আপনারা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আছেন, আমাদের দাবি মানতে হবে। যতদিন ধর্ষণের বিচার না হবে, আমরা মাঠ ছাড়বো না।”

তিনি আরও বলেন, “মানুষ ভোট দেয় আঙুলের ছাপ দিয়ে, আর আমরা বুকের রক্ত দিয়ে। এই রক্তের ভিত্তিতেই সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে আমাদের বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগবে?”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, “আমরা সিলেটে দাঁড়িয়ে ধর্ষণের প্রতিবাদ করছি, কিন্তু মৌলভীবাজারের বড়লেখায় একটি শিশুও ধর্ষণের শিকার হয়েছে। দ্রুত তদন্ত করে বিচার শেষ করতে হবে, যাতে কোনো মব কালচার দেখা না যায়।”

তিনি আরও বলেন, “আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা চাই আইনের সুশাসন নিশ্চিত হোক, এবং দ্রুত সময়ে ধর্ষকদের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হোক।”

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo