শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বিএমজেএ এর ৩দিন ব্যাপী কক্সবাজার ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি জাকিরের চাচার মৃত্যুতে শোক শনিবার সিলেট নগরীর ২৩টি এলাকায় বিদ্যুৎ থাকবে না ভুল তথ্যের প্রতিবাদ জানালেন জেরন গ্রুপের প্রতিনিধি তানভীর সিলেটে ছাত্রলীগ নেতার ওপর দুর্বৃত্তদের হামলা : শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান ২’ শহীদ গাজী নগরীর অসমাপ্ত ঘরের কাজ সমাপ্তির ঘোষণা এমসি কলেজ ছাত্রদল নেতা আরিফের পিতার মৃত্যুতে শোক এফআইভিডিবিতে মিডওয়াইফারি স্বাস্থ্যশিক্ষা ও সামাজিক উন্নয়নে কর্মশালা
শাহজালাল (রা.) মাজারে ওরসে সকল অসামাজিকতা বন্ধ রাখার আহ্বান

শাহজালাল (রা.) মাজারে ওরসে সকল অসামাজিকতা বন্ধ রাখার আহ্বান

নিউজ মিরর ডেস্ক
সিলেটের শাহজালাল রাহ. মাজারের বার্ষিক ওরস আসন্ন। ওরসকে কেন্দ্র করে শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে ‘লাকড়ি তোড়া উৎসব’। এই উৎসবসহ ওরসে সকল ধরনের অসামাজিকতা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ‘শাহজালাল রাহ. তাওহিদি কাফেলা’। বুধবার (২৩ এপ্রিল) এ সংগঠনের এক বৈঠক থেকে আয়োজক কমিটি ও ভক্তবৃন্দের প্রতি এ আহ্বান জানানো হয়।

সিলেট নগরীর কাজিরবাজারস্থ জামেয়া মাদানিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুস সোবহান।

হযরত শাহজালাল রাহ.-এর মাজারের পবিত্রতা রক্ষায় আসন্ন ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে শিরিক-বিদাআত, অশ্লীলতা, নাচ-গান ও মাদকদ্রব্য সেবন প্রতিরোধে পক্ষকালব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয় ‘কাফেলা’র বৈঠকে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ব্যাপক গণসংযোগ, প্রশাসনিক কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান এবং সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়।

সভায় বলা হয়- চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্মপ্রাণ জনতার দাবির প্রেক্ষিতে শাহজালাল রাহ. মাজারে প্রতি বৃহস্পতিবারের সাপ্তাহিক ওরসে গান-বাজনা ও মদ-গাজার আসর বন্ধ রয়েছে। আসন্ন ওরসেও ইসলাম ও সমাজবিরোধী সকল কার্যকলাপ বন্ধ রাখার পদক্ষেপ নিতে হবে আয়োজক কমিটিকে। অন্যথায় ‘শাহজালাল রাহ. তাওহিদি কাফেলা’ কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এছাড়া শুক্রবারের ‘লাকড়ি তোড়া’ নামক কথিত উৎসবে গান-বাজনা ও মদ-গাজার আসর বন্ধ রাখতে হবে।

সভায় মাজার কর্তৃপক্ষের প্রতি সিলেটের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মাজারের পবিত্রতা রক্ষা ও নিরিবিলি জিয়ারতের পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

‘শাহজালাল রাহ. তাওহিদি কাফেলা’র সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় সভায় মতামত ব্যক্ত করেন- সংগঠনের উপদেষ্টা মাওলানা রেজাউল করিম জালালি ও নুমানি চৌধুরী, যুগ্মআহ্বায়ক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, আলুরতল মাদরাসার পরিচালক আব্দুল কাইয়ুম কামাল, কাফেলার যুগ্ম-সদস্যসচিব দারুস সালাম মাদরাসার উস্তাদ মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, জাতীয় উলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা বদরুল ইসলাম, জামিয়া মাদানিয়া কাজিরবাজার-এর মুহাদ্দিস মাওলানা কামরুল হক, কাফেলার সহ-সদস্যসচিব মাওলানা আব্দুল্লাহ মনসুর, শানে সাহাবা খতিব কাউন্সিল সিলেটের সভাপতি মাওলানা বদরুল হক, মুফতি মুহাম্মদ কয়েস, মুফতি মুহাম্মদ উবায়েদ, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, মাওলানা মাজহারুল ইসলাম ও মাওলানা মনসুর আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo