বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
শহীদ গাজী নগরীর অসমাপ্ত ঘরের কাজ সমাপ্তির ঘোষণা এমসি কলেজ ছাত্রদল নেতা আরিফের পিতার মৃত্যুতে শোক এফআইভিডিবিতে মিডওয়াইফারি স্বাস্থ্যশিক্ষা ও সামাজিক উন্নয়নে কর্মশালা ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ
সিলেটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সিলেটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের কনফারেন্স রুমে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম ইলিয়াসের সভাপতিত্বে আয়োজিত কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। কনফারেন্সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দসহ উপস্থিত ছিলেন- সিআইডি’র অতিরিক্ত ডিআইজি সুজ্ঞান চাকমা, বিভাগীয় বন কর্মকর্তা, ৪৮ বিজিবি সিলেটের সহকারী পরিচালক, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক, ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, ডেপুটি সিভিল সার্জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র জেল সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর, প্রবেশন অফিসার, নিরাপদ খাদ্য অফিসার, সকল থানার অফিসার ইনচার্জগণসহ বিচার কাজে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহানের সঞ্চালনায় কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীন। প্রসেসজারি, তদন্ত প্রতিবেদন প্রদান, মেডিকেল সার্টিফিকেট ও চার্জশিট দাখিল সংক্রান্ত পরিসংখ্যান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল।

নিলাম প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা-নিরপেক্ষতা আনয়ন এবং সরকারি স্বার্থ নিশ্চিতকল্পে নিলাম কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্তের প্রেক্ষিতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের অফিসিয়াল ফেইসবুক পেইজের (চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেট) মাধ্যমে ওয়েবসাইট ও নোটিশ বোর্ড হতে সরাসরি নোটিশে প্রদত্ত কিউবার কোড স্ক্যান করে অনলাইনে নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ ও নিলাম সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন- সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। আমন্ত্রিত অতিথিবৃন্দ ফৌজদারি বিচার ব্যবস্থায় নিজেদের ভূমিকা, অবকাঠামো, বিচারকগণের নিরাপত্তাসহ বিদ্যমান সমস্যাসমূহ ও তার সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

কনফারেন্সের সভাপতি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম ইলিয়াস ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে ফৌজদারি বিচার ব্যবস্থাকে গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সাথে নিজ-নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo