শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু
পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের জরুরী সভায় কঠোর হুঁশিয়ারি

পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের জরুরী সভায় কঠোর হুঁশিয়ারি

সাম্প্রতিক সময়ে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের হয়রানীর তীব্র নিন্দা জানিয়েছেন পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। রোববার রাতে নগরীর চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে অনুষ্ঠিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের কতিপয় অসৎ ও দয়িত্বহীন কর্মকর্তার বেআইনি, উদ্দেশ্যমূলক ও অহেতুক হস্তক্ষেপমূলক কর্মকা-ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, এই ধরনের কর্মকা- শুধু অনৈতিকই নয়, বরং তা জ্বালানি খাতকে অস্থিতিশীল করে তোলার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

তারা বলেন, দেশের জ্বালানি খাত একটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ-সম্পৃক্ত স্পর্শকাতর খাত। অথচ কিছু দুর্নীতিপরায়ণ ও ক্ষমতা অপব্যবহারকারী কর্মকর্তা নিজেদের মনগড়া অভিযোগ এবং মিথ্যা পরিবেশ প্রতিবেদন দেখিয়ে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছেন। এতে করে ব্যবসায়ী মহল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যদি এই অবৈধ, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকা- অবিলম্বে বন্ধ না করা হয় এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সহযোগিতার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা না করা হয়, তাহলে অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধসহ আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি নিতে বাধ্য হবে। এ পরিস্থিতির পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের উপর বর্তাবে।

সভায় সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- সুলতান মোহাম্মদ ইদ্রিস, সিরাজ হুসেন আহমদ আলমগীর, খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, আখতার ফারুক লিটন, নুরুল ওয়াছে আলতাফি, এনামুল হক রুবেল, ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান, মোঃ রিয়াদ উদ্দিন, মোঃ আব্দুল মুমিন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, মোঃ লোকমান আহমদ মাছুম, রফিকুল ইসলাম, জুবের আহমদ চৌধুরী খোকন ও আহমেদ রফিক মজুমদার প্রমূখ। বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo