শুক্রবার, ২৫ Jul ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু
সোবহানীঘাট থেকে পিকআপ গাড়ি চুরি, থানায় মামলা

সোবহানীঘাট থেকে পিকআপ গাড়ি চুরি, থানায় মামলা

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামন থেকে একটি পিকাপ গাড়ি চুরি হয়েছে। গাড়ির মালিক আমিনুল ইসলাম সুমন বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৯, তারিখ ০৬/০৫/২০২৫ইং।

আমিনুল ইসলাম সুমন দক্ষিণ সুরমার কদমতলীতে বসবাসকারী মো. কামাল হোসেনের পুত্র। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, পিকাপ গাড়ি যার মডেল নং- ঞঅঞঅ উও ঊঢ ২০৭. রেজি ঢাকা মেট্রো-ন-১৫-৪৭৯৬, চেসিস নং- গঅঞ৩৭৪৪৪১ঐঝজ১৪৪৭৩, ইঞ্জিন নং- ৪৯৭ঝচ২৭কঝণ৬৩৫৪৭৫, গত ০১/০৫/২০২৫ ইং তারিখে গাড়ির চালক তৈয়বুর রহমান (২৮) সিলেট কালিঘাট হতে আখালিয়াতে মালামাল ভর্তি গাড়ি নিয়ে গেলে পরবর্তীতে সেখান থেকে আসার পর সিলেট কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামনে নির্দিষ্ট জায়গায় প্রতিদিনের মতো গাড়ি রেখে যায়।

পরে শুক্রবার ০৩/০৫/২০২৫ ইং তারিখে দিবাগত রাত অনুমান ০১.৪৫ মিনিটের সময় অজ্ঞাতনামা কে বা কারা গাড়িটি চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে আমিনুল ইসলাম সুমনের মুঠোফোনে ফোন করে বলে গাড়িটি ফেরত পেতে চাইলে পঞ্চাশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলে।

থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সোবহানী পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই আবু বক্কর জানান, গাড়ি চুরির মামলা থানায় রেকর্ড হয়েছে। চুরির সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, এ ছাড়া মোবাইল নাম্বার ট্রাকিংয়ের মাধ্যমে গাড়ির চুর ও গাড়ি উদ্ধারের জন্য পুলিশ সব ধরণের আইনি ব্যবস্থা অব্যাহত রেখেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo