মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
সিলেটে অবৈধ অটোরিকশার রেজিষ্ট্রেশন বন্ধে কঠোর পরিবহণ মালিকরা

সিলেটে অবৈধ অটোরিকশার রেজিষ্ট্রেশন বন্ধে কঠোর পরিবহণ মালিকরা

নিউজ মিরর ডেস্ক
নতুন করে অবৈধ সিএনজি অটোরিকশার রেজিষ্ট্রেশন দেওয়ার অপতৎপরতা বন্ধসহ ইদানিং একটি চক্র বিআরটিএর কিছু অসাধু লোকদের সহযোগিতায় সম্পূর্ণ অবৈধভাবে সিএনজি অটোরিকশার রেজিষ্ট্রেশন দেওয়ার নাম করে মালিকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে। এই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উত্তাপন করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে বৈঠক করেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক সমিতির পক্ষ থেকে লিখিতভাবে কিছু দাবি জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দরা।

সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির জেলা সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ বলেন, ‘আমরা লক্ষ্য করছি ইদানিং একটি চক্র বিআরটিএর কিছু অসাধু লোকদের সহযোগিতায় সম্পূর্ণ অবৈধভাবে সিএনজি অটোরিকশার রেজিষ্ট্রেশন দেওয়ার নাম করে মালিকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে। এই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নতুন করে অবৈধভাবে সিএনজি অটোরিকশার রেজিষ্ট্রেশন দেয়ার অপতৎপরতা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘সিলেটে বিগত এক মাসে অসংখ্য সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং অসংখ্য মানুষকে আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে হাইওয়ে সড়কগুলোতে টমটম, ব্যাটারিচালিত রিকশা আর রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশার দৌরাত্ম বেড়েছে। পুলিশের যেসমস্ত লোকজন আর্থিক সুবিধা নিয়ে হাইওয়ে সড়কে এ ধরণের যানবাহণ চলাচলের সুযোগ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মাওলানা লোকমান বলেন, ‘সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সিলেট জেলার সর্বস্তরের মালিকদের নিয়ে গঠিত সংগঠন যা দীর্ঘদিন যাবৎ মালিক-শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট তথা পরিবহন সেক্টরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘদিন যাবৎ অবৈধ পরিবহন বিশেষ করে ২০১৩ সাল থেকে রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশার চলাচল বন্ধ করতে হবে। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবগুলোদাবির কথা শুনেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এসময় অন্যদের উপস্থিত ছিলেন- সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ বাস মালিক সমিতির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সিলেট-ভাদেশ্বর- ঢাকাদক্ষিণ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সিলেট-মৌলভীবাজার বাস মালিক সমিতির সহ-সভাপতি মো. মোক্তার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নোমান আহমদ, সিলেট-কুলাউড়া বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াদ আহমদ, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, সিলেট-জকিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান রঞ্জু, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক সমিতির সভাপতি রুহুল আমিন রুহেল, সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ বাস মালিক সমিতির সদস্য সচিব মো. কামরান আহমদ, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মায়নুর রহমান, সদস্য মো. ময়না মিয়া, মো. নিয়াজ উদ্দিন, এনামুল হক, নজরুল ইসলাম, পারভেজ মিয়া প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo