বৃহস্পতিবার, ২৪ Jul ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু
নিষেধাজ্ঞা অমান্য করে শাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষেধাজ্ঞা অমান্য করে শাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ মিরর ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে শাবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৪ মে) দুপুরে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, স্যার এ এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে শাবি ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আগে প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল প্রশাসনের অনুমতি না নিয়ে এক রকম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা দলীয় ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি করেছে, অথচ আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে জানানো হয়েছে। খুব শিগগিরই এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। এ বিষয়ে তারা কোনো জবাব দিয়েছেন কি না-জানতে চাইলে সহকারী প্রক্টর বলেন, প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনো বিষয়টি জানতে পারিনি।

এদিকে, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, আমরা প্রশাসনের কোনো অনুমতি নেইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদে গৃহীত একটি নৈতিক কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি সাময়িকভাবে নিষিদ্ধ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo