বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
নিষেধাজ্ঞা অমান্য করে শাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষেধাজ্ঞা অমান্য করে শাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ মিরর ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে শাবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৪ মে) দুপুরে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, স্যার এ এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে শাবি ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আগে প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল প্রশাসনের অনুমতি না নিয়ে এক রকম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা দলীয় ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি করেছে, অথচ আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে জানানো হয়েছে। খুব শিগগিরই এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। এ বিষয়ে তারা কোনো জবাব দিয়েছেন কি না-জানতে চাইলে সহকারী প্রক্টর বলেন, প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনো বিষয়টি জানতে পারিনি।

এদিকে, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, আমরা প্রশাসনের কোনো অনুমতি নেইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদে গৃহীত একটি নৈতিক কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি সাময়িকভাবে নিষিদ্ধ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo