মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
সাদাপাথরে টাস্কফোর্সের অভিযান : ১৪ জনের জেল, ভেঙ্গে দেয়া হলো ৬০ নৌকা

সাদাপাথরে টাস্কফোর্সের অভিযান : ১৪ জনের জেল, ভেঙ্গে দেয়া হলো ৬০ নৌকা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটপাট করছে দুর্বৃত্তরা। লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ৬০টি নৌকা ভেঙ্গে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। তবে অভিযানে সাদাপাথর বোঝাই গাড়ি পেলেও সেগুলো আটক কিংবা ধ্বংস করা হয়নি। ইউএনও বলেন পাথর বোঝাই গাড়ির বিষয়ে ওসিকে বলা হয়েছে আর ওসি বলেন তিনি জানেন না।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।

উপজেলা প্রশাসন পুলিশ বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪জন পাথর লুটপাটকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পিজুস কুমার দাস, রিপন মিয়া, মো মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেন। তাদের প্রত্যককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে পাহাড় থেকে নেমে আসা ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। নদীতে পানি বাড়ায় নৌকা দিয়ে সাদাপাথর লুটপাট শুরু হয়। পাথর লুটপাটের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে টাস্কফোর্সের অভিযানে যান ইউএনও। অভিযানে সাদাপাথর বোঝাই ইঞ্জিন চালিত ও বারকি ৬০টি নৌকা ধ্বংস করা হয় এবং পাথর লুটপাটের সাথে জড়িত থাকায় ১৪ জনকে জেল দেওয়া হয়। তবে নৌকাঘেঁষা সাদাপাথর বোঝাই গাড়ি থাকলেও সেগুলো আটক কিংবা ধ্বংস করেননি ইউএনও। অভিযানে অংশগ্রহণকারী একজন জানিয়েছেন সামনে থাকা সাদাপাথর বোঝাই ট্রাক্টর ও স্তুপ করা পাথর জব্দ করার কথা বললেও ইউএনও আগ্রহ দেখাননি। শুধু নৌকায় অভিযান দিয়ে ভাঙ্গচুর করা হয়েছে। কিন্তু নদীর পাড় ঘেঁষা হাজার হাজার ঘনফুট পাথর স্তুপ করে রাখা থাকলেও সেগুলো জব্দ করা হয়নি। তাছাড়া অভিযানের সামনে সাদাপাথর বুঝাই ট্রাক্টর গাড়ি থাকলেও সেগুলো আটক করা হয়নি কোন এক অজানা কারণে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান সকালে ইউএনও অভিযানের জন্য আমার কাছে ফোর্স চেয়েছেন আমি দিয়েছি। বিকেলে আবার ফোন করে আরো ফোর্স পাঠানোর জন্য বলেছিলেন কিন্তু এর কিছুক্ষণ পর অভিযান শেষ হওয়ার আর ফোর্স দেওয়া হয়নি। তবে কি জন্য আরো ফোর্স চেয়েছেন তা আমাকে বলেননি। পাথর বোঝাই ট্রাক্টর আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ইউএনও আমাকে এ বিষয়ে কিছুই বলেননি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুননাহার জানান সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে অভিযানে ১৪ জনকে আটক করে ২ বছর করে জেল দেওয়া হয়েছে। নৌকাতে অভিযান দেওয়া হয়েছে পাড়ে থাকা পাথর বোঝাই গাড়িগুলো ধরতে ওসি সাহেবকে বলেছি উনি টহল পাঠাবেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo