মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এনসিপি নেতার পক্ষে সিলেটের জাহিদের প্রতিবাদ : জ্যাকসন হাইটসে যুবলীগ নেতা মিজান গ্রেফতার জনগণের অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই: তারেক সিলেটে ৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মুহাম্মদ আর নেই প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে বিএমজেএ সিলেটের শোক ষড়যন্ত্রকারীরা পিআরের নামে গণতন্ত্র নস্যাতের পাঁয়তারা করছে : বদরুজ্জামান সেলিম নব-গঠিত ফ্রান্স যুবদলের নেতৃবৃন্দকে সিলেট জেলা যুবদলের অভিনন্দন “মানবতার দৃষ্টির উৎসবে সিটি আদর্শ ফাউন্ডেশন” মহানগর জালালাবাদ ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জুলাই শহীদদের স্বরণে শান্তিগঞ্জ সমিতি সিলেট’র রক্তদান কর্মসূচি
এনসিপি নেতার পক্ষে সিলেটের জাহিদের প্রতিবাদ : জ্যাকসন হাইটসে যুবলীগ নেতা মিজান গ্রেফতার

এনসিপি নেতার পক্ষে সিলেটের জাহিদের প্রতিবাদ : জ্যাকসন হাইটসে যুবলীগ নেতা মিজান গ্রেফতার

নিউইয়র্ক প্রতিনিধি
নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

লাঞ্চিত করার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ডিম নিক্ষেপ করা ব্যক্তি সিলেটের জকিগঞ্জের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী। দেশে থাকাকালিন সময়ে তিনি সিলেট জেলা যুবলীগের সদস্য ছিলেন।

বিষয়টি নিয়ে প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীর পরিচয় তুলে ধরে বিচার চেয়ে নিজের ফেসবুক আইডি থেকে প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন। জাহিদ খাঁন সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের শাহিন খাঁনের ছেলে। তার এই পোস্ট দেখে সিলেটের জকিগঞ্জের বাসিন্দা বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী নিউইয়র্ক সময় রাত ৯ টায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে জাহিদ খাঁনকে একা পেয়ে প্রতিবাদি পোস্ট করায় তার উপর হামলা ও তাকে চাকু দিয়ে হত্যার হুমকি দেন। জাহিদ খাঁন বিষয়টি তাৎক্ষনিক নিউইয়র্ক পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়ে নিউইয়র্ক সময় রাত সাড়ে ৯ টায় যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যায়।

এরআগে, মঙ্গলবার বাংলাদেশ থেকে সরকারি সফরে আসেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। ওই সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন সিলেটের জকিগঞ্জের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী সহ যুবলীগের কয়েকজন কর্মী। তারা তাসনীম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার হোসেন। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

এ বিষয়ে প্রবাসী জাহিদ খাঁন বলেন, আমি সব সময়ই ছাত্রদের পক্ষে কথা বলে আসছি। আমি এই বিষয়টি নিয়ে ডিম নিক্ষেপকারি মিজানের পরিচয় তুলে ধরে বিচার চাই। পরে রাতে সিলেটের জকিগঞ্জের বাসিন্দা বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী নিউইয়র্ক সময় রাত ৯ টায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে আমাকে একা পেয়ে প্রতিবাদি পোস্ট করার কারনে আমার উপর হামলা করে এবং চাকু দিয়ে হত্যার হুমকি দেয়। বিষয়টি আমি তাৎক্ষনিক নিউইয়র্ক পুলিশকে অবগত করি। পুলিশ ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়ে নিউইয়র্ক সময় রাত সাড়ে ৯ টায় যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যায়।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তিনি আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo