বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান ২নং খাজাঞ্জি ইউনিয়নের ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের ঘটনায় প্রায় দুই হাজার ব্যক্তি জড়িত : হাইকোর্টে প্রতিবেদন দাখিল নগরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ ক্রেতাদের ওসমানীনগরে প্রতিপক্ষের হামলা : আহত আকবর’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
গাজায় এক মাসে বাস্তুচ্যুত পাঁচ লাখ ফিলিস্তিনি : জাতিসঙ্ঘ

গাজায় এক মাসে বাস্তুচ্যুত পাঁচ লাখ ফিলিস্তিনি : জাতিসঙ্ঘ

আন্তর্জাাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরাইল গত ১৮ মার্চ থেকে আবারো সামরিক আক্রমণ চালানো শুরু করেছে। এতে গত এক মাসে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি।

বুধবার (১৬ এপ্রিল) জাতিসঙ্ঘের মানবিক-বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বরেন, ‘আমাদের মানবিক অংশীদারদের অনুমান, ১৮ মার্চ থেকে প্রায় পাঁচ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে অথবা আবারো উচ্ছেদ হয়েছে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছেন, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার সেনাবাহিনী গাজার লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং তখন থেকেই গাজার অভ্যন্তরে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো সম্প্রসারণ করেছে।

তিনি বলেছেন, ‘ইসরাইলের নীতি স্পষ্ট। কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করবে না। যদি মানবিক সাহায্য প্রবেশ করে তাহলে হামাস ফের গাজার জনগণকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। আমরা তা হতে দিতে পারি না।’

ইসরাইলি সেনাবাহিনীর নতুন করে শুরু করা সামরিক অভিযানে এ পর্যন্ত এক হাজার ৬৫২ জন নিহত এবং প্রায় চার হাজার ৪০০ জন আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ১৮ মাস ধরে চলমান ইসরাইলি আগ্রসনে কমপক্ষে ৫১ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৪৩২ জন আহত হয়েছে।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo