শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান আজ সোমবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট অনন্য নিদর্শন স্থাপন করছে:বদরুজ্জামান সেলিম মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমনে নগরীতে কৃষকদলের স্বাগত মিছিল সিলেটে জুলাই গণহত্যার বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর ও দোয়া মাহফিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে সিলেটে ছাত্রদলের স্বাগত মিছিল ডেভিল নজরুলের দখলে সিলেটের বিন্নাকান্দি মসজিদের জমি আজ বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
সাউদিয়া সিকিউরিটির দুর্নীতি : মেয়াদ বাড়াতে ওসমানীর ৩ কর্তার দৌড়ঝাঁপ

সাউদিয়া সিকিউরিটির দুর্নীতি : মেয়াদ বাড়াতে ওসমানীর ৩ কর্তার দৌড়ঝাঁপ

ছবিতে উপরে-দেলোয়ার, সাইফুল, অরবিন্দু। নিচে- রুবেল আহমদ, আব্দুল খালিক লাভলু ও সামছু জামান। (ফাইল ছবি।)

বিশেষ প্রতিবেদক
সিলেট ওসমানীতে আউটসোর্সিং জনবল নিয়োগে জন্য সাউদিয়া সিকিউরিটি সার্ভিস নামের কোম্পানী সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার হাতিয়ে নেয়। আর এই কোম্পানিকে মাত্র ৬ মাসের জন্য দায়িত্ব পায়। আগামী জুন মাসে তাদের মেয়াদ শেষ। কিন্তু মেয়াদ বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন ৩ কর্তা। তারা কোম্পানির নেপথ্যে থাকা হাসপাতালের সরকারি দুই ওয়ার্ড মাস্টার ও এক ব্রাদার। তারা হলেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার দেলোয়ার ও তার সহযোগী আরেক ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান এবং সিনিয়র স্টাফ নার্স অরবিন্দু চন্দ্র দাস।

সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের যোগ সাজসে আউটসোর্সিং জনবলের জন্য দায়িত্ব পায় অখ্যাত কোম্পানী সাউদিয়া সিকিউরিটি সার্ভিস। তারা দায়িত্ব হাতে নিয়েই শুরু করে নিয়োগ বাণিজ্য। এই কোম্পানী মনোনীত হবার পর থেকে বিভিন্ন পদে সিভি আহবান করা শুরু হয়। একই সাথে প্রতিটি পদের বিপরীতে (পদ ভেদে) ১ লাখ টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত চাকুরী প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়। ২৬২ জনকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও টাকার বিনিময় কোম্পানীটি ৩২৫ জন লোক নিয়োগ দিয়েছে। এখানে ২৬২ জনের অধিক লোক বিনা বেতনে চাকরি করছেন। এরা শুধু রোগীদের জিম্মি করে টাকা আদায় ও ঔষধ চুরি নিয়ে ব্যস্ত থাকেন। আর স্টাফদের সহযোগিতা করছেন এই দুই ওয়ার্ড মাস্টার।

অভিযোগ রয়েছে- হরিজন সম্প্রদায়ের ৫০ জনকে হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজে নিয়োগ করেন তৎকালীন পরিচালক। কিন্তু সাউদিয়া সিকিউরিটি সার্ভিস এই ৫০ জনকে চাকরি থেকে বের করে দিয়েছে। হরিজন সম্প্রদায়ের লোকদের জনপ্রতি ১ লাখ টাকা করে দেওয়ার জন্য বলেন। তারা এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। যারফলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। একাধিক দপ্তরের অভিযোগ দায়ের করেছেন সিলেট জেলা হরিজন সম্প্রদায়ের সহ-সভাপতি পান্নু লাল। কিন্তু কোন সুরাহা না হওয়ায় তিনি আদালতে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

হাসপাতালের এই স্টাফদের মাধ্যমে একটি সিন্ডিকেট তৈরি সেই সিন্ডিকেটের দ্বারা এই টেন্ডার তাদের কবজায় নিয়েছেন। এই সিন্ডিকেটের প্রধান হলেন স্বৈরাচার আওয়ামী লীগ নেতা আব্দুর রকিব বাবলুর ছোট ভাই যুবলীগ নেতা আব্দুল খালিক লাবলু। তিনি নেপথ্যে থেকে গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দল নেতা রুবেল আহমদ রানা ও সামছু মিয়াকে দিয়ে এই কোম্পানি পরিচালনা করাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্টাফের আলাপকালে তারা বলেন, কোম্পানীর সাবেক স্টাফ রুবেল ও সামছু নতুন স্টাফদের কাছ থেকে দেড় লাখ ও পুরাতন স্টাফদের কাছ থেকে ১ লাখ নিয়েছেন। যারা টাকা দিচ্ছেন তাদের সিভি নিয়ে ওয়ার্ড মাস্টার দেলোয়ারের কাছে জমা দেওয়া হয়েছে। ফলে দেলোয়ার ও সাইফুল মালেক সকল স্টাফদের বিনা বেতনে চাকরি করার সুযোগ করে দিচ্ছেন।

সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শফিক আহমদের ব্যক্তিগত সেল ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় নেয়া যায় নি।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo