নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি ও মোগলগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা। এতে পদাধিকার বলে বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছেন অত্র বিদ্যালয় ও কলেজের শিক্ষক মোঃ আনহার মিয়া এবং অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়েছেন সেবুল আহমদ।
মঙ্গলবার (১ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন এই এডহক কমিটির অনুমোদন দেন। পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ বরাবরে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪-ধারানুযায়ী নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত তাঁর প্রতিষ্ঠানের এডহক কমিটিকে অনুমোদন দেয়া হলো। উক্ত কমিটি স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্য স্থায়ী হবে। উল্লেখ্য, এ কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।”