রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
“মানবতার দৃষ্টির উৎসবে সিটি আদর্শ ফাউন্ডেশন” মহানগর জালালাবাদ ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জুলাই শহীদদের স্বরণে শান্তিগঞ্জ সমিতি সিলেট’র রক্তদান কর্মসূচি কোম্পানীগঞ্জে বালু লুটপাট : এখনও বহাল ডেভিল তরিক উল্লাহ! কোরআনের আলোয় পশু-পাখীর জীবন আধুনিক সমাজে দিশারী: সৈয়দ মবনু ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে: ড. সৈয়দ মিজানুর রহমান ছাত্রদলের হিফজুরের জীবন নিয়ে চলছে রাজনীতি : পাশে নেই কেউ! পরিবেশ রক্ষা ও মানবকল্যাণে একযোগে কাজ করবে রেড ক্রিসেন্ট: ভিপি মাহবুব বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সভা সম্পন্ন সিলেটে ৪ দিন ধরে ব্যাংক কর্মকর্তা বাবুল নিখোঁজ
কোম্পানীগঞ্জে বালু লুটপাট : এখনও বহাল ডেভিল তরিক উল্লাহ!

কোম্পানীগঞ্জে বালু লুটপাট : এখনও বহাল ডেভিল তরিক উল্লাহ!

বিশেষ প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাট করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. জয়নাল আবেদিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ। ইজারা বিহীন নদীর অংশ থেকে সরকারি বালু লুটপাটে আরেক সদস্য ডেভিল তরিক উল্লাহ বহাল তবিয়তে রয়েছেন। তরিক উল্লাহ উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তরিক উল্লাহ উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট দলের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলেও কোম্পানীগঞ্জে দাপটের সঙ্গে চলাফেরা করছেন ডেভিল তরিক উল্লাহ। তার দাপট, জুলুম অত্যাচার আর চাঁদাবাজিতে অতিষ্ট ছিলেন উপজেলার সাধারণ মানুষ। সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) থাকলেও তাকে রহস্যজনক কারণে ধরছে না পুলিশ। পলাতক আওয়ামী লীগ সরকারের আমল থেকে সাদা পাথর এবং বালু লুটপাটের বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে ।

ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু লুটপাটে ডেভিল তরিক উল্লাহ’র অসংখ্য ছবি, ভিডিওসহ প্রমানাদি সংরক্ষিত রয়েছে গণমাধ্যম কর্মীদের কাছে। এসব তথ্য ইতোমধ্যে সিলেটের ডিসিসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ পাঠানো হয়েছে। এতসব অভিযোগ থাকার পরও অদৃশ্য কারণে এখনও বহাল রয়েছেন ডেভিল তরিক উল্লাহ! একটি সূত্র জানিয়েছে, সিলেট জেলা বিএনপি’র এক শীর্ষ নেতাকে সে মোটা অংকের টাকার বিনিময়ে এখনও টিকে আছে।

এদিকে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য জয়নাল আবেদিনের বিরুদ্ধে সরকারি বালু লুটপাটের অভিযোগ ওঠে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করা হয় এবং তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে স্থানীয় সরকার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। তাতে উল্লেখ করা হয়েছে যে, সাময়িক বহিষ্কৃত জয়নাল আবেদিন ইউপি সদস্য পদে থেকে জনস্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন, যা একজন নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, সাময়িক বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানা যায়।

অপরদিকে, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য তরিকুল্লাহ বিরুদ্ধেও ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু লুটপাট, অন্যত্র থেকে বলগেট দিয়ে বালু পাচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারিদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন – কোম্পানীগঞ্জে বালু লুটপাট : এখনও বহাল ডেভিল তরিক উল্লাহ!
https://web.facebook.com/share/v/1BWHNARunW/

প্রতিবেদকের কাছে সংরক্ষিত ডেভিল তরিক উল্লাহর একটি ভিডিওতে বলতে শুনাযায়, নৌকা দিয়ে বালু নেয়ার নির্দেশ দিচ্ছেন তিনি। অপর একটি ভিডিওতে বিজিবির হাতে আটককৃত বলগেট চালক লিটন বলতে শুনা যায়, তরিক উল্লাহ গং তাদের এখানে এনেছেন। এবং তারা প্রশাসনকে ম্যানেজ করে রেখেছে।

ডেভিল তরিকুল্লাহ’র মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ডেভিল তরিকুল্লাহ’র বিষয়ে জানেন না-কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ। তিনি বলেন, অভিযুক্ত যেই হোক তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। তাকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানিয়েছেন।

ডেভিল তরিকুল্লাহ’র বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকেও বহিষ্কার করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বলে জানিয়েছেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo