সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
ঈমান জাগানিয়া শিক্ষা ও কোরআন মাজিদ শিক্ষার প্রাথমিক স্তর : কয়েছ লোদী

ঈমান জাগানিয়া শিক্ষা ও কোরআন মাজিদ শিক্ষার প্রাথমিক স্তর : কয়েছ লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, মক্তব শিক্ষা হচ্ছে শিশুদের ঈমান বৃদ্ধির দুর্গ, ধর্মীয় মূল্যবোধের পাঠশালা, ঈমান জাগানিয়া শিক্ষা ও কোরআন মাজিদ শিক্ষার প্রাথমিক স্তর। মক্তব মুসলমানদের আদি ও মৌলিক শিক্ষাক্রম। একজন মুসলমান হিসেবে যতটুকু জ্ঞানার্জন জরুরি, তার সিংহ ভাগ মক্তব থেকেই অর্জন করা সম্ভব।সকালের মক্তবে যারা পড়েছে, তাদের সহজে কেউ ঈমান হারা করতে পারে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নগরীর সাদারপাড়া এলাকায় মাদরাসাতুল আরাফাহ হাফিজিয়া মাদরাসায় হিফজ সমাপনী অনুষ্ঠানে নজরুল ইসলাম চৌধুরী সাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী এসব কথা বলেন।

তিনি বলেন, হাফেজগণ হৃদয়ে মহাগ্রন্থ আল কোরআন বহন করেন। এই হাফেজগণ সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিয়ে থাকেন। কোরআনের হাফেজ-ক্বারি যতবেশি বানানো যাবে, ততই গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে শুদ্ধভাবে কোরআন চর্চা বৃদ্ধি পাবে। কোরআনের শিক্ষা সমাজের স্তরে স্তরে পৌঁছাতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। জাতি এক নতুন বাংলাদেশ পাবে।

এবছর মাদরাসা থেকে তিনজন হিফজ সম্পন্ন করায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব জমির আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন- সুহেল আহমদ, হাফিজ মাওলানা কয়েছ আহমদ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, হাফিজ মাওলানা ওবায়দুল্লাহ, হাফিজ মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি সরোয়ার আহমদ ফয়জি, সাংবাদিক তুহিনুল হক তুহিন, হোসেন আহমদ চৌধুরী রনি, তুহেল আহমদ।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo