সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে এমস গ্লোবাল’স আইইএলটিএস পয়েন্ট এন্ড ভিসা কনসালটেন্সির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ রোডের কদমতলীস্থ আবিদ ম্যানশনে এমস গ্লোবাল’স এর অফিসে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক পরওয়ানা সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি।
এমস গ্লোবাল’স আইইএলটিএস পয়েন্ট এন্ড ভিসা কনসালটেন্সির উপদেষ্টা মাহবুবুর রহমান সিদ্দিকী এর সভাপতিত্বে ও প্রতিষ্টাতা ও চেয়ারম্যান আহবাবুর রহমান সিদ্দিকী এর পরিচালনায় এমস গ্লোবাল’স এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার এয়ারওয়েজ সিলেট ও চট্টগ্রামের একাউন্ট ম্যানেজার ইশতিয়াক আহমদ, এয়ার এস্ট্রা এয়ারলাইনস এর এক্সিকিউটিভ, মার্কেটিং এন্ড সেলস রেজা আহমদ, নভো এয়ার এয়ারলাইনস এর এক্সিকিউটিভ, সেলস এন্ড মার্কেটিং ইমদাদুল হক, সিটি এভিয়েশন সিলেটের প্রতিষ্ঠাতা ফাহিম আহমদ, ভিসা অফিসার ট্রেইনার সাকিউল কাউছার, সিলেট মহানগর তালামিযের সভাপতি হুসাইন আহমদ, সহ-সভাপতি আরিফ হুসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি ইমরান আহমদ সুফি, উইনিং ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামাল উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, সিলেট জেলা যুবদলের সদস্য শেখ বাবরুল হুসেন বাবুল।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এমস গ্লোবাল’স আইইএলটিএস পয়েন্ট এন্ড ভিসা কনসালটেন্সির সিইও এন্ড হেড অব আইইএলটিএস ইমদাদুর রহমান সিদ্দিকী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এমস গ্লোবাল’স এর বিটুবি এজেন্ট ও সেলস মার্কেটিং জুয়েল আহমদ, এমস গ্লোবাল’স বিটুবি এজেন্ট, সেলস মার্কেটিং সানি আহমদ, শাহরিয়ার আহমদ, কবির আহমদ, রুবেল আহমদ, উসমান ঘনি, মুক্তার আহমদ, অফিস ইনচাজ রিমনা বেগম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিবীদ, সমাজসেবী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমস গ্লোবাল’স এর উদ্বোধন উপলক্ষে জুলাই মাস সার্ভিস চার্জ ছাড়া পরামর্শ দেওয়া হবে। শিক্ষার্থী সহ যারা বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক তাদেরকে সেবা গ্রহণের আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি।
সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে এমস গ্লোবাল’স নিরলসভাবে কাজ করবে। এই প্রতিষ্ঠান শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উপস্থাপনের জন্য সহযোগিতার মাধ্যমে কাজ করে যাবে। শিক্ষার্থীরা যাতে বিদেশেও নিজেদের যোগ্যতার প্রমাণ করে দেশের জন্য সুনাম ও গৌরব বয়ে আনতে পারে, সেদিকে দায়িত্বশীলতার সাথে এই প্রতিষ্ঠানকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
কদমতলীতে এমস গ্লোবাল’স আইইএলটিএস
পয়েন্ট এন্ড ভিসা কনসালটেন্সির উদ্বোধন
সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে এমস গ্লোবাল’স আইইএলটিএস পয়েন্ট এন্ড ভিসা কনসালটেন্সির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ রোডের কদমতলীস্থ আবিদ ম্যানশনে এমস গ্লোবাল’স এর অফিসে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক পরওয়ানা সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি।
এমস গ্লোবাল’স আইইএলটিএস পয়েন্ট এন্ড ভিসা কনসালটেন্সির উপদেষ্টা মাহবুবুর রহমান সিদ্দিকী এর সভাপতিত্বে ও প্রতিষ্টাতা ও চেয়ারম্যান আহবাবুর রহমান সিদ্দিকী এর পরিচালনায় এমস গ্লোবাল’স এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার এয়ারওয়েজ সিলেট ও চট্টগ্রামের একাউন্ট ম্যানেজার ইশতিয়াক আহমদ, এয়ার এস্ট্রা এয়ারলাইনস এর এক্সিকিউটিভ, মার্কেটিং এন্ড সেলস রেজা আহমদ, নভো এয়ার এয়ারলাইনস এর এক্সিকিউটিভ, সেলস এন্ড মার্কেটিং ইমদাদুল হক, সিটি এভিয়েশন সিলেটের প্রতিষ্ঠাতা ফাহিম আহমদ, ভিসা অফিসার ট্রেইনার সাকিউল কাউছার, সিলেট মহানগর তালামিযের সভাপতি হুসাইন আহমদ, সহ-সভাপতি আরিফ হুসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি ইমরান আহমদ সুফি, উইনিং ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামাল উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, সিলেট জেলা যুবদলের সদস্য শেখ বাবরুল হুসেন বাবুল।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এমস গ্লোবাল’স আইইএলটিএস পয়েন্ট এন্ড ভিসা কনসালটেন্সির সিইও এন্ড হেড অব আইইএলটিএস ইমদাদুর রহমান সিদ্দিকী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এমস গ্লোবাল’স এর বিটুবি এজেন্ট ও সেলস মার্কেটিং জুয়েল আহমদ, এমস গ্লোবাল’স বিটুবি এজেন্ট, সেলস মার্কেটিং সানি আহমদ, শাহরিয়ার আহমদ, কবির আহমদ, রুবেল আহমদ, উসমান ঘনি, মুক্তার আহমদ, অফিস ইনচাজ রিমনা বেগম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিবীদ, সমাজসেবী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমস গ্লোবাল’স এর উদ্বোধন উপলক্ষে জুলাই মাস সার্ভিস চার্জ ছাড়া পরামর্শ দেওয়া হবে। শিক্ষার্থী সহ যারা বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক তাদেরকে সেবা গ্রহণের আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি।
সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে এমস গ্লোবাল’স নিরলসভাবে কাজ করবে। এই প্রতিষ্ঠান শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উপস্থাপনের জন্য সহযোগিতার মাধ্যমে কাজ করে যাবে। শিক্ষার্থীরা যাতে বিদেশেও নিজেদের যোগ্যতার প্রমাণ করে দেশের জন্য সুনাম ও গৌরব বয়ে আনতে পারে, সেদিকে দায়িত্বশীলতার সাথে এই প্রতিষ্ঠানকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি