শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান আজ সোমবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট অনন্য নিদর্শন স্থাপন করছে:বদরুজ্জামান সেলিম মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমনে নগরীতে কৃষকদলের স্বাগত মিছিল সিলেটে জুলাই গণহত্যার বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর ও দোয়া মাহফিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে সিলেটে ছাত্রদলের স্বাগত মিছিল ডেভিল নজরুলের দখলে সিলেটের বিন্নাকান্দি মসজিদের জমি আজ বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
তাহসানকে সঙ্গে নিয়ে ভিভো ভি৫০ লাইট-এর জাঁকজমকপূর্ণ উন্মোচন

তাহসানকে সঙ্গে নিয়ে ভিভো ভি৫০ লাইট-এর জাঁকজমকপূর্ণ উন্মোচন

নিউজ মিরর ডেস্ক
জনপ্রিয় তারকা ও শুভেচ্ছাদূত তাহসান রহমান খানের উপস্থিতিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট। শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে আল্ট্রা স্লিম ডিজাইনের সঙ্গে শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, যা স্টাইল এবং পারফরম্যান্সপ্রেমী স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হতে চলেছে এক দুর্দান্ত চয়েজ।

আল্ট্রা স্লিম ডিজাইনের সাথে সেরা পারফরম্যান্স – দুটোই একইসাথে পাওয়া যাবে ভিভো ভি৫০ লাইটে। মাত্র ৭.৭৯ মিমি পুরু ও ১৯৬ গ্রাম ওজনের ফোনে দেওয়া হয়েছে বিশাল ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের পাশাপাশি নিশ্চিত করবে স্টাইল ও আরাম। হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেমের স্মার্টফোনটির অত্যন্ত সরু বেজেল- এর ৬.৭৭ ইঞ্চির এফএইচডি এবং ২.৫ডি পো-লেড স্ক্রিন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরও প্রাণবন্ত।

দুটি ট্রেন্ডি কালার অপশনে আসছে ভি৫০ লাইট। টাইটেনিয়াম গোল্ড, মরুভূমির গোধূলির আলো থেকে অনুপ্রাণিত এ সংস্করণটি। অন্যদিকে, ফ্যান্টম ব্ল্যাক উপস্থাপন করে এক রহস্যময় অথচ অভিজাত উপস্থিতি। আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে সহ ১২০ হার্জ আল্ট্রা ভিশন রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং, গেমিং বা ভিডিও দেখা সবই হবে স্মুথ ও প্রাণবন্ত। তাছাড়াও ফোনটিতে আছে ১৮০০ নিট পর্যন্ত ব্রাইটনেস ও সার্টিফায়েড এসজিএস লো লাইট, যা দীর্ঘসময় ফোন ব্যবহারেও সুরক্ষা দিবে চোখকে।

শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির সাথে ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ নিশ্চিত করে দীর্ঘ ব্যাটারি লাইফ আর সুপারফাস্ট চার্জিং। মাত্র কয়েক মিনিটের চার্জেই পাওয়া যাবে ঘন্টার পর ঘন্টা ব্যাকআপ। আরও থাকছে রিভার্স চার্জিং। ফলে আর দরকার পরবে না পাওয়ার ব্যাংকের। পাঁচ বছর পরও ব্যাটারি ৮০% এর বেশি সক্ষমতা ধরে রাখবে।

টেকসই নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা, ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং শক্তিশালী শিল্ড গ্লাস, যা ২০% বেশি ধাক্কা সহ্য করতে পারে। আইপি৬৫ সার্টিফিকেশন থাকায় ফোনটি পানি ও ধুলাবালিতেও নিরাপদ। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দিয়ে কাজ চলবে দ্রুত, গেমিং বা ভিডিও সব কিছু হবে মসৃণভাবে।

৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তির ফোনটি দিয়ে কম আলোতেও প্রফেশনাল কোয়ালিটির ছবি তোলা যাবে। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফিগুলোও হবে নিখুঁত ও স্টুডিও-লুকের।

ভিভো ভি৫০ লাইটের লঞ্চিং অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, ‘বাংলাদেশে উদ্ভাবনের প্রতি মানুষের দুর্দান্ত আগ্রহ ও প্রাণচঞ্চলতা দেখাটা সত্যিই আনন্দদায়ক। ভিভোতে আমরা সবসময় এমন প্রযুক্তি ও ডিজাইন দিতে চেষ্টা করি, যা প্রিমিয়াম হলেও ব্যবহারকারীদের জন্য দামের দিক থেকে যথার্থ। ভি৫০ লাইট তারই চমৎকার একটি উদাহরণ – এটি শক্তিশালী ফিচার, দৃষ্টিনন্দন ডিজাইন এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করা ক্যামেরা এক্সপেরিয়েন্সের এক নিখুঁত সমন্বয়। স্মার্টফোনটি আল্ট্রা স্লিম এবং আগের চেয়েও বেশি শক্তিশালী।‘

ভিভোর নতুন এ ফোনের ৮ জিবি+ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা, আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo